• তেলেঙ্গানায় ট্রাম্পের নামে রাস্তা
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • হায়দরাবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা। তাও আবার ভারতে। সম্প্রতি তেলেঙ্গানা সরকারের এই ভাবনা নিয়ে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, হায়দরাবাদে মার্কিন কনস্যুলেটের দপ্তর যে রাস্তার পাশে, তার নাম রাখা হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’।  এই পরিকল্পনার কথা ভারতীয় বিদেশ মন্ত্রক ও মার্কিন দূতাবাসকেও জানানো হবে। এই উদ্যোগ আগামী দিনে বিশ্বের দরবারে প্রশংসিত হবে বলেই মনে করছে তেলেঙ্গানা সরকার। প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি কিছু আন্তর্জাতিক সংস্থার নামেও রাখা হচ্ছে রাস্তার নাম। যদিও এই পরিকল্পনার কথা বহু আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দিল্লিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কর্পোরেশনগুলির নামে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণ করা হবে।  ইতিমধ্যেই প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে শহরের এক রাস্তার নামকরণ হয়েছে। এবার গুগল, মাইক্রোসফট, উইপ্রোর মতো সংস্থার নামেও হচ্ছে রাস্তার নামকরণ। 
  • Link to this news (বর্তমান)