মুখ্যমন্ত্রীর পরিজনদের ঝুলিতেই গিয়েছে ৩৮৩ কোটি টাকার টেন্ডার! স্বজনপোষণে অভিযুক্ত অরুণাচল সরকার
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, ইটানগর: বিজেপি শাসিত অরুণাচল প্রদেশের ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। এক্ষেত্রে আঙুল উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, গত ন’বছরে তাওয়াংয়ে ১৪৬টি সরকারি প্রকল্পে অধিকাংশ বরাতই পেয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে যুক্ত সংস্থাগুলি। বরাতগুলির মোট আর্থিক মূল্য প্রায় ৩৮৩.৭৪ কোটি টাকা। যাঁরা এই বরাত পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে পেমা খান্ডুর স্ত্রী সেরিং ডোলমা, দাদা তাশি খান্ডু (তাওয়াংয়ের প্রাক্তন বিধায়ক) ও বউদি নীমা ড্রোমা। সুপ্রিম কোর্টে দায়ের এক হলফনামা থেকে এই তথ্য সামনে এসেছে। এব্যাপারে বিজেপি সরকারকে অরুণাচলের সমস্ত জেলাগুলিরও বরাত বরাদ্দ নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পুরো বিষয়টিকে ‘উল্লেখযোগ্য সমাপতন’ বলেও আখ্যা দিয়েছে আদালত। রাজ্যে পুর ও পঞ্চায়েত ভোটের আগে অভিযোগ ঘিরে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার।
মুখ্যমন্ত্রী খান্ডু ও তাঁর পরিবারের সদস্যদের এভাবে সরকারি বদান্যতার বিষয়টি নিয়ে তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানে বিজেপি নেতা খান্ডুর বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলে, একটি রাজ্যে বিপুল পরিমাণে ওয়ার্ক অর্ডার ও টেন্ডার একই পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছে। এটা খুবই উল্লেখযোগ্য সমাপতন। মামলায় অরুণাচল সরকারের দায়ের করা হলফনামা পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করা হয়। বেঞ্চ বলে, রাজ্য সরকারের জবাবেও পেমা খান্ডুর পরিবারের সংস্থাগুলির বিষয়টিতে আপত্তি তোলা হয়নি। বিষয়টি নিয়ে তদন্তেরর বিষয়টি বিবেচনার কথাও বলেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি।