• মুম্বইয়ে স্কুল ও হাসপাতালের জমি দেওয়া হল ভিএইচপিকে! ২৪৭ কোটির সম্পত্তির বর্ষিক ভাড়া ১০ হাজার!
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • মুম্বই: শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হাসপাতাল তৈরির জন্য চিহ্নিত করা হয়েছিল। সেই জমি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-কে দিল মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। তাও প্রায় জলের দরে। মুম্বইয়ের সিওন অঞ্চলের ওই জমি ৭৬৫৮ বর্গ মিটারের। বর্তমানে এই এলাকায় প্রতি বর্গফুটের বাজারদর ৩০,০০০ থেকে ৩৭,০০০ টাকা। সেই হিসাবে জমিটির আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২৪৭ কোটি টাকা। তবে বিশ্ব হিন্দু পরিষদকে জমিটি বার্ষিক ১০ হাজার টাকা ভাড়ায় দেওয়া হয়েছে। আগামী ৩০ বছরের জন্য চুক্তি হয়েছে। এর সঙ্গে, লিজ হোল্ড জমিকে ফ্রিহোল্ডে রূপান্তর করতে  ৯.৭২ কোটি টাকা দিতে হবে হিন্দু পরিষদকে।  বর্তমানে এই জমির মালিক বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। ১৮৮৮ সালের বিশেষ পুর আইন প্রয়োগ করে এত কম দামে জমিটি হিন্দু পরিষদকে লিজ দিতে পেরেছে তারা। শর্ত একটাই, নাগরিক উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থেই ব্যবহার করা যাবে এই জমি। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র চিকিৎসা ও শিক্ষামূলক কাজে ব্যবহারের অনুমতি রয়েছে। হিন্দু পরিষদের মুখপাত্র শ্রীরাজ নায়ার এ বিষয়ে  জানান, সিওনের এই জমিতে ক্যানসার চিকিৎসার জন্য শহরে আসা রোগীদের থাকার ব্যবস্থা করা হবে। তাঁর দাবি, সিওনে আগে থেকেই একটি সুবিধাকেন্দ্র রয়েছে।  সেখানে ক্যান্সার চিকিৎসার জন্য শহরে আসা রোগীদের থাকার ব্যবস্থা করা হয়। সেটিই সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
  • Link to this news (বর্তমান)