টানা চারদিন, ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সংসদে সরব তৃণমূল
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বাংলাকে ইচ্ছাকৃত বঞ্চনা করছে বিজেপি। মনরেগার বকেয়া ইস্যুতে সোমবারও সরব হল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে চারদিন সংসদ চত্বরে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাদের দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে পশ্চিমবঙ্গ পাবে ৫২ হাজার কোটি টাকা। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বাংলায় ফের মনরেগার কাজ শুরুর নির্দেশ দিলেও তা মানছে না মোদি সরকার। তাই যতদিন না কাজ শুরু হবে, বকেয়া মিটবে, ততদিন সংসদের অধিবেশন চলাকালীন লাগাতার প্রতিবাদে সরব হবে তৃণমূল।
গত বুধবার থেকে এই নিয়ে চারদিন ১০০ দিনের কাজের বকেয়া ইস্যুতে নানাভাবে সংসদে রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছেন তৃণমূল সাংসদরা। প্রথমদিন সংসদ চত্বরের প্রেরণাস্থলে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ, পরেরদিন বিজয় চক থেকে সংসদ মিছিল, শুক্রবার সংসদ চত্বরের পর এদিন পুরনো সংসদ ভবনের প্রধান ফটকের সামনে হল বিক্ষোভ। পোস্টার হাতে সরব সাংসদরা।
এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সুযোগ পেয়ে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার আখ্যার দাবিতে সরব হন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। প্রশ্ন তোলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাগম গঙ্গাসাগরকে এখনও জাতীয় তীর্থ উন্নয়ন প্রকল্পগুলিতে অন্তর্ভুক্ত করা হল না কেন? জবাবে সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, গঙ্গাসাগরের গুরুত্ব নিয়ে কেন্দ্রের কোনও মতবিরোধ নেই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের প্রস্তাব এবং ডিপিআর পাঠায়নি। মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার কোস্টাল সার্কিটে ৬৮ কোটি টাকা এবং বেলুড় মঠের উন্নয়নে ৩১ কোটি টাকা দিয়েছে। কিন্তু স্বদেশ দর্শন টু, প্রসাদ স্কিম বা অন্যান্য কর্মসূচিতে রাজ্যের পক্ষ থেকে একটিও প্রকল্প প্রস্তাব পাঠায়নি।
তৃণমূল যেমন বাংলার বঞ্চনার ইস্যুতে সরব হচ্ছে, বিজেপি তেমনই প্রতি-আক্রমণের পরিকল্পনা করেছে। সেই মতো এদিন প্রশ্নোত্তর পর্বে বিজেপির খগেন মুর্মু ‘পিএমশ্রী’ প্রকল্পে বাংলার প্রসঙ্গ তোলেন। জবাবে শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, পিএমশ্রী প্রকল্পে ২০৬ টি প্রকল্পে ৯৩০.৪৫ কোটি টাকা অনুমোদন হয়েছে। কেন্দ্রের অংশ ৫৪৫.৬৫ কোটির মধ্যে ৩৮৫ কোটি টাকা দেওয়ায় হয়েছে। কিন্তু বাংলা প্রকল্প সম্পূর্ণ করেছে মাত্র ৬১ টি। রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছি। কিন্তু কাজ এগোয়নি।