• পার্টি লাইনের বিরুদ্ধে ভোটের অধিকার, লোকসভায় বিল পেশ মণীশ তিওয়ারির
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: সংসদে ভোটাভুটির ক্ষেত্রে সাংসদদের স্বাধীনতা দেওয়া হোক। এই মর্মে লোকসভায় প্রাইভেট মেম্বারস বিল পেশ করলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। যে বিলে সরকারের পতন হবে না সেগুলিতে পার্টি লাইনের বাইরে গিয়ে সাংসদদের ভোট দেওয়ার কথা বলা হয়েছে। মণীশের মতে, বিলটি পাশ হলে হুইপ প্রথার একচ্ছত্র আধিপত্য কমবে। 

    এক্স হ্যান্ডলে চণ্ডীগড়ের সাংসদ বিলটির বিষয়ে লিখেছেন, ‘শুক্রবার আমার প্রাইভেট বিল পেশ করা হল। ২০১০, ২০২১-র পর ২০২৫ সালে তৃতীয়বার পেশ হল এই বিল।’  এই বিলের উদ্দেশ্য সংবিধানের দশম তপশিলের অন্তর্ভুক্ত দল-বিরোধী আইনের বদল। ওই আইনে কোনও সাংসদ পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে ভোট দিলে তার সাংসদ পদ বাতিল হতে পারে। 

    মণীশ তিওয়ারির পেশ করা এই বিলে উল্লেখ রয়েছে আস্থা ভোট, অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, অর্থনৈতিক কোনও বিলে পার্টি লাইনের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না সাংসদরা। দলের তরফ থেকে জারি করা হুইপ সম্পর্কে আগেভাগেই সাংসদদের জানিয়ে দেবেন চেয়ারম্যান অথবা স্পিকার। তারপরেও তা না মানলে সাংসদ পদ বাতিল হয়ে যাবে। পদ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে চেয়ারম্যান বা স্পিকারের দ্বারস্থ হতে পারবেন ওই সাংসদ। তবে তা করতে হবে ১৫ দিনের মধ্যে। আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে হবে চেয়ারম্যান অথবা স্পিকারকে।
  • Link to this news (বর্তমান)