সম্প্রতি বিধানসভা ভোটে জিতে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। তবে রাজনীতি থেকে নিজেদের শত হস্ত দূরে রয়েছে জেডিইউ সুপ্রিমোর পরিবার। নীতীশ-পুত্র নিশান্ত এখনও দলেই যোগদান করেননি। এরইমধ্যে পাটনার রাস্তায় নীতীশ-নিশান্তের পোস্টার আম জনতার চোখে পড়ে। দলীয় কার্যালয়ের বাইরেও একই দৃশ্য। কী লেখা রয়েছে পোস্টারে? সেখানে লেখা হয়েছে, নীতীশের সমর্থকরা নিশান্তকে চাইছেন। এখন নিশান্তভাইকেই দলের দায়িত্ব নিতে হবে। তাহলে কি ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার ছেলেকে সক্রিয় রাজনীতিতে আনতে চলেছেন জেডিইউ প্রধান? চর্চা তুঙ্গে। এরইমধ্যে গত ৫ ডিসেম্বর জল্পনা উসকে দিয়েছিলেন দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা। সাংবাদিকদের তিনি বলেন, ‘শীঘ্রই দলে যোগদান করে কাজ এগিয়ে যান নিশান্ত। দলীয় কর্মী-সমর্থকরা সেটাই চাইছেন।’ দলে যোগদানের সিদ্ধান্ত অবশ্য নিশান্তের উপরেই ছেড়ে দিয়েছেন সঞ্জয়।