বিজেপিতে যোগ দিতে প্রস্তুত সিন্ধের দলের ২২ জন বিধায়ক
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
মুম্বই: বিধানসভা ভোটের পর থেকেই মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের অন্দরে চাপানউতোর দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে দেবেন্দ্র ফড়নবিশ ও একনাথ সিন্ধের টানাপোড়েনের সাক্ষী ছিল মারাঠা রাজনীতি। সেই ঠান্ডাযুদ্ধ এখনও জারি। সম্প্রতি পুর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে অপারেশন লোটাস চালানোর অভিযোগ তুলেছে শরিক দল শিবসেনা (সিন্ধে)। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলে জোট সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকও বয়কট করেছিলেন সিন্ধের দলের মন্ত্রীরা। এবার সেই আগুনে ঘি ঢাললেন উদ্ধবপন্থী শিবসেনা বিধায়ক আদিত্য থ্যাকারে। সোমবার নাগপুরে বিধানভবন প্রাঙ্গণে তিনি বলেন, ‘শাসক জোটের একটি শরিক দলের ২২ জন বিধায়ক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তারা দল বদলেও প্রস্তুত।’ নাম না করে একনাথ সিন্ধের শিবসেনার দিকেই ইঙ্গিত করেছেন আদিত্য। আর তা নিয়েই এবার জোর গুঞ্জন শুরু হয়েছে।
এদিন আদিত্য থ্যাকারে বলেন, ‘শাসকজোটের একটি দলের অন্দরে দু’টি ভাগ রয়েছে। আর একটি ভাগের ২২ বিধায়ক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। ওঁদের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে। ইতিমধ্যেই তাঁরা মুখ্যমন্ত্রী ফড়নবিশের ইশারায় নাচতে শুরু করে দিয়েছেন। যে কোনও মুহূর্তে দল বদলাতে পারেন। এই বিধায়কদের মধ্যে একজন আবার নিজেকে ভাইস-ক্যাপ্টেন বলে ডাকেন’। সূত্রে খবর, ভাইস ক্যাপ্টেন বলতে সিন্ধের দলের মন্ত্রী তথা শিল্পমন্ত্রী উদয় সামন্তকে ইঙ্গিত করেছেন আদিত্য। উদ্ধবপুত্রের এহেন মন্তব্যে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিধায়কদের দলে টেনে এবার কি তাহলে একনাথকে ছুড়ে ফেলতে চাইছে বিজেপি?