বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ভিসার নিয়ম অমান্য করায় কাশ্মীরে আটক চীনা নাগরিক। ধৃতের নাম হু কোংতাই (২৯)। লাদাখ ও কাশ্মীরের সংবেদনশীল এলাকায় ঘুরছিলেন ওই যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁকে আটক করা হয়। তাঁকে বদগাঁওয়ের হুমহামা পুলিশ পোস্টে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। হুয়ের মোবাইল থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সিআরপিএফ পোস্ট, ৩৭০ অনুচ্ছেদ সহ একাধিক সামরিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে ইন্টারনেটে সার্চ করেছিলেন হু। একইসঙ্গে খোলা বাজার থেকে ভারতীয় সিমকার্ডও কিনেছিলেন তিনি। গত ১৯ নভেম্বর ট্যুরিস্ট ভিসায়দিল্লিতে আসেন হু। নিয়ম অনুযায়ী, বারাণসী, আগ্রা, নয়াদিল্লি, জয়পুর, সারনাথ, গয়া, কুশিনগর সহ বেশকিছু নির্দিষ্ট স্থানে ভ্রমণের অনুমতি ছিল। অভিযোগ, নিয়ম ভেঙে প্রথমে ২০ নভেম্বর লে’তে পৌঁছন হু। লাদাখে আসা বিদেশি পর্যটকদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে নিজেদের নাম নথিভুক্ত করতে হয়। হু সেটা না করেই দিব্যি সেখানে ঘুরতে থাকেন। ২৫ নভেম্বর থেকে তিনদিন লাদাখের জানস্কারে ছিলেন ওই চীনা নাগরিক। পরে পুলিশ জানতে পারে, ভিসার শর্ত অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলে থাকার অনুমতি নেই ওই যুবকের। এরপরেই তাকে চলে যেতে বলা হয়। কিন্তু ফেরার পথে বদগাঁও হয়ে ১ ডিসেম্বর শ্রীনগরে পৌঁছন হু। সেখানে একটি গেস্টহাউজে ওঠেন। একাধিক জায়গায় ঘুরেছিলেন। যুবকের গতিবিধি দেখে পুলিশের মনে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিশকর্মীরা।