• রঙিন সহজপাঠের কদর বাড়ছে, পছন্দের বই খুঁজতে উত্তরবঙ্গ বইমেলার স্টলে স্টলে শিশুরা
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: স্কুল থেকে ফিরেই মাকে সঙ্গে নিয়ে বইমেলা চলে আসে ছোট্ট শ্রুতি। সোমবার দুপুরে হায়দরপাড়ার বাসিন্দা শ্রুতি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে উত্তরবঙ্গ বইমেলায় স্টলে স্টলে খুঁজে বেড়ায় তার পছন্দের ভূতের বই। ইংলিশ মিডিয়াম স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী হলেও বাংলা গল্পের বইয়ের প্রতি তার বিশেষ টান। এখনকার ছেলেমেয়েদের মতো মোবাইল দেখার নেশা নেই শ্রুতির। বই ঘাঁটতে ঘাঁটতে শ্রুতি বলছিল, টিভি দেখি। পড়াশোনার মাঝে সময় বের করে গল্পের বইও পড়ি। 

    সবে গল্পের বই পড়া শুরু করেছে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রুতি। সে বলে, বাড়িতে ছোটদের রামায়ণ রয়েছে। সেই রামায়ণ পড়েছি। এখন আমি ভূতের বই পড়ব। তাই মাকে নিয়ে বইমেলায় এসেছি। একটি স্টলে ছোটদের হরেকরকম বই সাজানো। সেই স্টলে দাঁড়িয়ে শ্রুতি খুঁজে বেড়াচ্ছিল তার পছন্দের ভূতের বই। সেই স্টলে কমিকসের রকমারি বইও সাজানো। কিন্তু সেসব তার পছন্দ নয়। তার কথায়, কার্টুন তো টিভিতে দেখি। তাহলে কমিকস কিনব কেন। তার থেকে অন্য বই কেনা ভালো। আমার পছন্দ ভূতের বই। 

    সেই ভূতের বই খুঁজতে খুঁজতে একটি বইতে আটকে যায় শ্রুতি। রঙিন সহজপাঠ। আমরা সকলেই সহজ পাঠের সঙ্গে পরিচিত। শৈশবের স্কুলজীবনে সহজপাঠ সকলের অবিচ্ছেদ্য অংশ ছিল। ইংরেজি মাধ্যম স্কুলের দাপটের সহজপাঠ অবলুপ্তির মুখে দাঁড়িয়েছিল। সেই সহজপাঠকে আবার জনপ্রিয় করে তুলতে রঙিন নতুন মুদ্রণে সহজপাঠকে হাজির করেছেন প্রকাশকরা। আর তাতে ভালো সাড়া মিলেছে বলে জানান কলকাতা থেকে আসা এক বই বিক্রেতা তন্ময় ঘোষ। তিনি বলেন, সহজপাঠ রঙিন ছাপানোর পর বাচ্চাদের স্কুলে যথেষ্ট আকর্ষণীয় হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলিতে সহজপাঠের ভালো চাহিদা রয়েছে। তাই প্রকাশকেরা রঙিন সহজপাঠ ছাপছেন। শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে সহজপাঠের সঙ্গে  সুকুমার রায়ের আবোল তাবোল থেকে শুরু করে ছোটদের নীতিকথা একদা জনপ্রিয় সব বই রঙিন ছাপায় নতুন করে বাজার নিতে শুরু করেছে। শিলিগুড়িতে এবার উত্তরবঙ্গ  বইমেলায় ছোটদের বইয়ের চাহিদা বেশি বলে জানান তন্ময় ঘোষ সহ অন্যান্য বই বিক্রেতারা। কারও পছন্দ ভূতের, কারও ফিকশন এবং কমিকস। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)