নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও মালদহ: উত্তরবঙ্গ সফরে এসে উত্তর দিনাজপুর ও মালদহবাসীকে একগুচ্ছ প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পুশব্যাক রোধে কঠোর নজরদারি চালানোর জন্য পুলিশ সুপার ও আইসিদের সতর্ক করেছেন।
বছরের শেষে মালদহকে প্রায় তিনশো কোটির প্রকল্প উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৩৭ কোটি ৪৫ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৩৭ কোটি টাকার মধ্যে রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ প্রায় ২৪ কোটি ২৮ লক্ষ টাকা। নিকাশি ব্যবস্থার জন্য ব্যয় হবে ৮৫ লক্ষ টাকা। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কাজে খরচ করা হবে ৫ কোটি ৯২ লক্ষ টাকা। এছাড়াও সেচের জন্য ২ কোটি ৯ লক্ষ, স্বাস্থ্যের জন্য ৩ কোটি ৫৪ লক্ষ এবং ৭৫ লক্ষ টাকা খরচ করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি হবে এখানে। এদিন শুধুমাত্র হবিবপুর ব্লকেই ১১৪ কোটি টাকার বিদ্যুত্ স্টেশনের উদ্বোধন করেন মমতা। এছাড়াও ৫৫ কোটি টাকার রাস্তার উদ্বোধন করা হয়। ২৫৫ কোটি ৫৫ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন এদিন।
সোমবার মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উত্তর দিনাজপুরের জন্য প্রায় ১৫১.৩৬ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন কোচবিহারের প্রশাসনিক সভা থেকে। যার মধ্যে জেলায় ৭১.১৮ কোটি টাকা ব্যয়ে ৩৪টি প্রকল্পের উদ্বোধন হল এবং শিলান্যাস হয়েছে ২৪টি প্রকল্পের। বরাদ্দ ৮০.১৮ কোটি টাকা। এর ফলে জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হতে চলেছেন ২৩ লক্ষ মানুষ।
প্রশাসন সূত্রে খবর, উত্তর দিনাজপুরের উন্নয়নের লক্ষ্যে সেচ, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ উন্নয়ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা, ব্রিজ-সবধরনের কাজই এদিন সূচনা করা হয়। প্রকল্পগুলির মধ্যে রয়েছে এক লক্ষ মুরগির ছানা উৎপাদনকারী একটি প্রজনন খামার। এটি তিন কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে রায়গঞ্জ শহর লাগোয়া উদয়পুরে প্রাণিসম্পদ ও বিকাশ দপ্তরের অফিস চত্বরেই। যেখান থেকে প্রাথমিক পর্যায়ে এক বছরে কমপক্ষে এক লক্ষ লালচে কালো রঙের রোড আইল্যান্ড রেড প্রজাতির মুরগি ছানা উৎপাদন হবে। তাতে সার্বিকভাবে মুরগি পালনের সুযোগ পেয়ে সরাসরি উপকৃত হবেন জেলার অন্তত ১০ হাজার মহিলা। এছাড়াও সার্বিকভাবে ৩ লক্ষ ৩০ হাজার মানুষ উপকৃত হবেন।
মুরগির ছানা প্রজনন কেন্দ্রটির উৎপাদন বাড়াতে আরও ৩ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাসও এদিন মুখ্যমন্ত্রী কোচবিহার থেকে করেন। পরবর্তী পর্যায়ের কাজ সম্পূর্ণ হলে উদয়পুরে এই প্রজনন কেন্দ্রে আরও দু’লক্ষ মুরগি প্রজননের পরিকাঠামো প্রস্তুত হয়ে যাবে।
এছাড়াও বিদ্যুৎ বিভাগে ১ কোটি ৫০ লক্ষ টাকার একটি প্রকল্প, সামাজিক ক্ষেত্রে ২ কোটি ৯১ লক্ষ টাকার প্রকল্প, ব্রিজের জন্য ২ কোটি ৫৫ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণ দিনাজপুর জেলায় ২৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরও ৬০টি প্রকল্পের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। মোট ব্যয় প্রায় ৬৫ কোটি টাকা। • মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় মালদহের তৃণমূল নেতৃত্ব। -নিজস্ব চিত্র।