আড়াইশোর বেশি কাজের শিলান্যাস মমতার, উত্তরের আট জেলায় ৪২৮টি প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, জলপাইগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: দু’দিনের কোচবিহার সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রবীন্দ্রভবনে উত্তরবঙ্গের আট জেলার বিভিন্ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ২৬১টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। যার জন্য খরচ হবে ৭৪৪ কোটি টাকা। পাশাপাশি ৪২৮টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এজন্য খরচ হবে ১১১৮ কোটি টাকা। এসআইআরের কাজের পাশাপাশি উন্নয়নের এই বিপুল অঙ্কের কাজও চালিয়ে যেতে প্রশাসনিক কর্তাদের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর নিয়ে ব্যস্ত থাকলেও কিন্তু উন্নয়নের কাজ করতে হবে। সকলে ভালো করে কাজ করুন। পথশ্রী প্রকল্প নেওয়া হচ্ছে। প্রায় ২০ হাজার রাস্তা হবে। বর্ষায় কিছু কাজ হয় না। কাজ হয় এই সময়। উন্নয়নের কাজ না হলে মানুষ কিন্তু সুবিধা পাবে না।
এদিন মঞ্চ থেকে ভার্চুয়ালি জলপাইগুড়ি জেলার ৩৪টি প্রকল্পের জন্য ৪৪ কোটি টাকার কাজের উদ্বোধন করেন মমতা। একইভাবে আলিপুরদুয়ারে ১৮টি প্রকল্পে ১৪ কোটি টাকা, কোচবিহারে ১০৪টি প্রকল্পের ৩৬৩ কোটি টাকার কাজের উদ্বোধন করেন। দার্জিলিংয়ে ১৫৯টি প্রকল্পে ২৭৩ কোটি, কালিম্পংয়ে ২৭টি প্রকল্পে ৩০ কোটি, মালদহে ২৬টি প্রকল্পে ২৫৫ কোটি, উত্তর দিনাজপুরে ৩৪টি প্রকল্পে ৭১ কোটি ও দক্ষিণ দিনাজপুরে ২৬টি প্রকল্পে ৬৫ কোটি টাকার কাজের উদ্বোধন করেন তিনি।
পাশাপাশি আট জেলার কাজের শিলান্যাসও করেন। কোচবিহারে ৫৯টি প্রকল্পের জন্য ১৭৬ কোটি, দার্জিলিংয়ে ৬৫টি প্রকল্পের জন্য ১০৯ কোটি, কালিম্পংয়ে ৩৪টি প্রকল্পে ৩০৪ কোটি, মালদহে ১৫টি প্রকল্পে ৩৭ কোটি টাকার কাজের শিলান্যাস করেন। উত্তর দিনাজপুরে ২৪টি প্রকল্পে ৮০ কোটি, দক্ষিণ দিনাজপুরে ৩০টি প্রকল্পে ১২ কোটি, জলপাইগুড়িতে ২৮টি প্রকল্পে ১৫ কোটি, আলিপুরদুয়ারে ছ’টি প্রকল্পের জন্য ৭ কোটি টাকার কাজের শিলান্যাস করা হয় মঞ্চ থেকেই।
মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়ালি আলিপুরদুয়ার জেলায় তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইন্ডোর ভবনের শিলান্যাস করেন। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ১০টি করে বেড হবে। প্রতিটি ভবনের জন্য ১ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার টাকা করে বরাদ্দ ধরা হয়েছে। মাদারিহাট ব্লকের শিশুঝুমড়া, আলিপুরদুয়ার-২ ব্লকের তুরতুরি ও আলিপুরদুয়ার-১ ব্লকের মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে ইন্ডোর পরিষেবা। অন্যদিকে, রাজ্যে প্রথম রাজবংশী কালচারাল অ্যাকাডেমি চালু্ হল আলিপুরদুয়ারে। জেলা সদরের পাশে পররপার গ্রাম পঞ্চায়েতের বীরপাড়া চৌপথিতে ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিকে, কোচবিহারের রবীন্দ্রভবন থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটি জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে লাইভ দেখানো হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরা। জেলাশাসক শমা পারভীন বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে আমাদের জোর দিতে বলেছেন। সেইমতো আমরা দ্রুত কাজ শেষের লক্ষ্যে ঝাঁপাব।
জেলা প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ির জন্য এদিন মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করেছেন, তারমধ্যে পানীয় জলের পাঁচটি, পর্যটনে দু’টি, বিদ্যুতে তিনটি, রাস্তা নির্মাণে ন’টি, সেচ বিভাগে একটি এবং সামাজিক প্রকল্প রয়েছে ছ’টি। এছাড়াও শিক্ষা বিভাগে একটি প্রকল্প, সীমানা প্রাচীর নির্মাণের দু’টি প্রকল্প, স্বাস্থ্য বিভাগের দু’টি প্রকল্প, নিকাশি নালা নির্মাণে একটি প্রকল্প রয়েছে। সঙ্গে রয়েছে আরও দু’টি অন্যান্য প্রকল্প।