• আজ থেকে বার কালীর আরাধনা মাতোয়ারা রানিনগরের চর দুর্গাপুর
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: এলাকার বাসিন্দারা বলেন, বারকালী বা মানতকালীর পুজো। এই পুজো অমাবস্যা কিংবা পূর্ণিমা তিথি ধরে নয়, রানিনগরের বাংলাদেশ ঘেঁষা চর দুর্গাপুরে মায়ের পুজো হয় একটি নির্দিষ্ট বারে। অসময়ের এই কালীপুজোর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ইতিহাস। একসময়ে পূর্ব পাকিস্তানে শুরু হওয়া এই পুজোর বর্তমানে আরাধনা হয় রানিনগরের চর দুর্গাপুরে। আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বার কালীর পুজো। আর তা নিয়েই রানিনগরে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। পুজোয় হবে ছ’শোটির কাছাকাছি ছাগ বলি। বসেছে মেলাও। সবেমিলে অসময়ের এই কালীপুজো ঘিরে চর হয়ে উঠেছে  মিলনক্ষেত্র।

    রানিনগরের সীমান্ত ঘেঁষা চর দুর্গাপুরের মন্দিরেই হয় পুজো। শতাব্দীপ্রাচীন এই পুজোর প্রতিষ্ঠার ইতিহাস ও সময়কাল নিয়ে তেমন লেখাজোখা কিছু নেই। জনশ্রুতি, শতাব্দী প্রাচীন এই পুজো শুরু হয়েছিল দেশভাগের আগে পূর্ব বাংলায়। বর্তমান বাংলাদেশ তথা একসময়ের পূর্ব পাকিস্তানের টলটলি নামের কোনও এক গ্রামে বহুকাল ধরে চলত এই কালীপুজো। সেখানে খয়ের কাঠের কাঠামোর উপরে তৈরি হত কালী মূর্তি।  চাঁদোয়া টাঙানোর জন্য খুঁটিও থাকত। তার নীচেই পুজো হত বারকালীর। স্বাধীনতার কয়েক বছর বাদে সেখানকার হিন্দুরা ভারতে চলে আসেন। লোকমুখে শোনা যায়, ওপারের লোকেরা এদেশে চলে আসার পর, তাঁরা ওই কালীপুজোকেও এপারে নিয়ে আসার স্বপ্নাদেশ পান। এরপরই ওই কালীপুজো পুনরায় চরের মাটিতে হতে থাকে।  এখানেও ওই খয়ের কাঠের কাঠামোর ওপরেই প্রতিমা গড়া হত।  পরে ধীরে ধীরে গ্রামের মানুষের চাঁদায় তৈরি হয়েছে বড় মন্দির। বর্তমানে সেখানেই ফি-বছর ২৫ ফুটের বেশি উচ্চতার প্রতিমার আরাধনা হয়ে থাকে।   শুধু প্রতিস্থাপন নয়, বার কালীর নামকরণের পিছনেও রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। শোনা যায়, অন্য সব পুজো অমাবস্যা কিংবা পূর্ণিমা তিথি ধরে হলেও এটি প্রথম থেকেই অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবারে হয়। এমনকী, অগ্রহায়ণ মাসেই করতে হয় বিসর্জন। পুজো কমিটির দাবি, এবার যেহেতু অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার ২৯ তারিখ পুজোর কথা ছিল এবং চারদিন বাদে তার বিসর্জন দিতে গেলে নতুন মাস পড়ে যাবে, তাই সেই তারিখ পরিবর্তন করে পুজো হচ্ছে অগ্রহায়ণ মাসেরই তৃতীয় মঙ্গলবারে। সেই মোতাবেক আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে পুজো। পুজো চলবে শুক্রবার পর্যন্ত।  চর দুর্গাপুর সর্বজনীন কালীপুজো উৎসব কমিটির সদস্য বিমল মণ্ডল বলেন, ৪২টি মানতের কালীপ্রতিমার পুজো হবে বলে জানা গিয়েছে।  কালীপ্রতিমা তৈরি হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)