• হাঁসুয়া দিয়ে বউকে কুপিয়ে খুনের চেষ্টা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা গৃহবধূর, রানাঘাট থানার পায়রাডাঙায় আত্মঘাতী স্বামী
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনার জেরে সোমবার রানাঘাটের পায়রাডাঙায় চাঞ্চল্য ছড়ায়। সুমি দাস নামে ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর চম্পট দিলেও পরে রেললাইনের ধার থেকে অভিযুক্ত স্বামী রাকেশ দাসের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে প্রেম করে পায়রাডাঙা পঞ্চায়েতের গুড়পাড়ার সুমিকে বিয়ে করেন উকিলনাড়ার যুবক রাকেশ। তাঁদের তিন বছরের এক সন্তানও রয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে অশান্তি বাড়ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রায়ই সুমি বাপেরবাড়ি চলে যেতেন। পরিবারের অভিযোগ, প্রায় দেড় মাস আগে তীব্র মনোমালিন্যের জেরে সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে আসেন সুমি। দুই পরিবারের হস্তক্ষেপে গত রবিবার রাতে সুমিকে ফের স্বামীর বাড়িতে পাঠানো হয়। 

    এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ রাকেশ আচমকা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলা চালায়। একাধিক কোপে ক্ষতবিক্ষত করে দেয় সুমিকে। তাঁর মাথায় কোপানো হয়েছে। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুমি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে রাকেশ সন্দেহ করছিল। সেই সন্দেহ থেকেই সে আক্রমণ চালিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। হামলার পর সে এলাকা ছেড়ে চম্পট দেয়। পরে পায়রাডাঙায় রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের অনুমান, স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করার পর নিজে আত্মঘাতী হয়েছে রাকেশ। সুমির বাবা সুকুমার দাস বলেন, সবাই মিলে ওদের সম্পর্কটা আবার ঠিক করে দিতে চেয়েছিলাম। ভাবিনি এমন কাণ্ড ঘটবে। আমার মেয়ের সর্বনাশ করেছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

     রানাঘাট হাসপাতালের সামনে উদ্বিগ্ন জখম গৃহবধূ সুমি দাসের বাবা-মা। নিজস্ব চিত্র। (ইনসেটে) আত্মঘাতী স্বামী রাকেশ দাস (ফাইল চিত্র)। 
  • Link to this news (বর্তমান)