• জঙ্গলে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না, পিস্তল হাতে দাদাগিরি, রিল বানিয়ে ধৃত যুবক
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: কোমরে পিস্তল গুঁজে এলাকায় দাদাগিরি চালাত বছর ২২-এর রুবেল শেখ। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরায় স্থানীয়রাও প্রতিবাদের সাহস পেতেন না। ধীরে ধীরে ফরাক্কা থানার বাহাদুরপুরের রানিপুর গ্রামে ত্রাস হয়ে উঠছিল সে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য পিস্তল হাতে রিল বানিয়ে শেয়ার করাতেই তার বিপদ হল। ওই রিল দেখেই পুলিশ তাকে পাকড়াও করেছে। রবিবার রাতে ফরাক্কার চিলামারির জঙ্গলে গোপন ডেরা থেকে রুবেল শেখকে গ্রেফতার করা হয়। তার হেপাজত থেকে একটি একনলা ১২বোরের দেশি পিস্তল ও দু’রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

    এবিষয়ে ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন বলেন, ওই যুবকের গতিবিধির উপর পুলিশ নজরদারি চালাচ্ছিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চিলামারির জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের হেপাজত থেকে একটি দেশি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে আরও জেরা করা হবে।

    ফরাক্কার রানিপুর গ্রামের বাসিন্দা রুবেল শেখ। পুলিশ জানিয়েছে, এলাকায় ‘দাদা’ হিসেবে পরিচিত হতেই পিস্তল নিয়ে রিল শুট করত সে। সম্প্রতি সেই রিল নিজেই ফেসবুকে আপলোড করেছিল। তা ভাইরালও হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ওই রিল পুলিশের নজরে এলে তারা রুবেলের খোঁজ শুরু করে। রবিবার রাতে রুবেল ফরাক্কার চিলামারির জঙ্গলে গোপন ডেরায় ছিল। খবর পেয়ে পুলিশ ওই জঙ্গলে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত যুবক কোথা থেকে পিস্তল আমদানি করেছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সে অত রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গলে কী করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও দুষ্কর্মের জন্যই অত রাতে জঙ্গলের ডেরায় ছিল রুবেল। 

    এদিকে রুবেলের গ্রেফতারিতে রানিপুর এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ধৃত যুবক অনেকদিন ধরেই এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসীর বহুবার তাকে সতর্ক করলেও সে তাতে কর্ণপাত করেনি।

    এবিষয়ে বাহাদুরপুর পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা বলেন, ওই যুবক আগে ভাঙারির সামগ্রী বিক্রি করত। তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। পুলিশ নিজেদের কাজ করেছে।
  • Link to this news (বর্তমান)