নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার থেকে চালু হল কলকাতা-ভুটান সরাসরি বিমান পরিষেবা। ড্রুক এয়ার বিমান সংস্থার তরফে এই পরিষেবা চালু করা হয়েছে। ভুটানের গেলেফু থেকে কলকাতা বিমানবন্দরের মধ্যে সরাসরি বিমান যাতায়াত করবে সোম ও শুক্রবার। এদিন সূচনায় জলকামান দিয়ে স্বাগত জানানো হয় ভুটান থেকে আসা প্রথম বিমানকে। ডিসেম্বরে পর্যটনের মরশুমে ভুটানের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ চালু হওয়ায় পর্যটকদের প্রভুত সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।