নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদমে একটি গেঞ্জির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় আচমকা আগুন লাগে মিত্রবাগান এলাকার গুদামটিতে। এর গা ঘেঁষে রয়েছে মিত্রবাগান কলোনি। অগ্নিকাণ্ডের পর একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। তারপর আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে কলোনির বাসিন্দাদের মধ্যে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে পড়েন কলোনির বাসিন্দারা।
আগুন নেভাতে প্রথমে আসে চারটি ইঞ্জিন। তারপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ছ’টি ইঞ্জিন আসে। সবমিলিয়ে দমকলের মোট ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনা এড়াতে গোটা এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। দমদম রোডে বন্ধ থাকে যান চলাচল। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহত বা হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গুদামটি। দমকলের তৎপরতায় মিত্রবাগান কলোনিতে আগুন ছড়ায়নি। প্রাথমিক তদন্তের পর দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। রাতে ঘটনাস্থল ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ।
গুদামটি সম্প্রতি হয়েছে। আগে এটি কারখানা ছিল। পরে গুদাম হিসেবে ব্যবহার শুরু করেন মালিক। এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ আচমকা গুদামে আগুন লাগে। খবর পেয়ে আসে দমকল, পুলিশের বিশাল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল। আগুন লাগার পর কলোনির বাসিন্দারা নির্বাপণের কাজ শুরু করেছিলেন। তাঁরা জানান, মোট তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুদামে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। লেলিহান শিখা প্রায় আকাশ ছুঁয়ে ফেলে। প্রতাপ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আচমকা দেখি গুদাম থেকে আগুন বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বার্স্ট হল। পাশেই কলোনি। অনেকগুলো ঘর। আগুন কলোনিতে ছড়িয়ে পড়লে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই ভয়ে বিভিন্ন ঘর থেকে লোকজনকে তড়িঘড়ি বাইরে বের করে নিয়ে আসা হয়। সিলিন্ডার ও ঘরের জিনিসপত্র কোনওরকমে বের করে রাস্তায় চলে আসেন বাসিন্দারা। পাড়ার অন্যান্য বাসিন্দারা সহযোগিতা করেন।’ জানা গিয়েছে, দমদম রোডের ওই কলোনি এলাকার গলি অপরিসর। স্বাভাবিকভাবেই আগুনের কাছে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গলি দিয়ে পাইপ আগুনের উৎসস্থলে নিয়ে যেতে বেশি সময় লেগে যায়। তবে দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়েনি বলে বক্তব্য সকলের। তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে কয়েক ঘণ্টা লাগাতার চেষ্টা চালাতে হয়েছে। অন্যদিকে মিত্র কলোনির বাসিন্দারা রাতের দিকে একে একে বাড়ি ফিরে যান বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মিত্রবাগান কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘আশপাশের কোনও বাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি। বড় দুর্ঘটনা ঘটেনি। তবে আগুন বড় আকার নেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। দমকল তৎপরতার সঙ্গে কাজ করার বড় বিপত্তি ঘটেনি।’ অন্যদিকে দমদম রোজ বন্ধ থাকায় ব্যাহত হয়েছে যান চলাচল। রাত পর্যন্ত জ্যামজট ছিল রাস্তাজুড়ে। নিজস্ব চিত্র