পড়ুয়াদের স্কুলে যাতায়াত নিরাপদ করে তুলতে সক্রিয় পরিবহণ দপ্তর
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উলুবেড়িয়া কাণ্ডের পর পুলকার ও স্কুলবাস নিয়ে নড়েচড়ে বসল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের অসংখ্য পড়ুয়াকে নিরাপদে স্কুলে দেওয়া-নেওয়া নিশ্চিত করতে সক্রিয় হল পরিবহণ দপ্তর। বুধবার পরিবহণ দপ্তরের ময়দান তাঁবুতে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক বসেছিল। ছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন, আইজি ট্রাফিক সুকেশ জৈন, সমস্ত আরটিও এবং স্কুলবাস ও পুলকার মালিক সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, এই বিষয়ে পরিবহণ দপ্তর বছরখানেক আগে সুস্পষ্ট অ্যাডভাইজারি প্রকাশ করেছিল। সেখানে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, গাড়ির মালিক ও পুলকার পরিচালন সংস্থার আশু কর্তব্য লিখিত আকারে জারি করা হয়েছিল। অভিযোগ, বহু ক্ষেত্রেই সরকারি সেই পরামর্শ মানা হচ্ছে না। এ বিষয়ে কোনওরকম গাফিলতি বরাস্ত করবে না রাজ্য। এদিন স্নেহাশিসবাবু স্পষ্ট করে দিয়েছেন, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে আরও বেশি সচেতন হতে হবে। পুলকার কিংবা বাসের স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানতে হবে। এক্ষেত্রে ‘mparivahan’ অ্যাপ অভিভাবকরা মোবাইলে ডাউনলোড করতে পারেন। সরকারি এই প্রযুক্তির মাধ্যমে নিজেদের সন্তান যে গাড়িতে স্কুলে যাতায়াত করছে, তার যাবতীয় বিবরণ নিজেরাই যাচাই করে নিতে পারবেন।
পাশাপাশি মালিকপক্ষকে জানানো হয়েছে, সরকারি বিধি মেনে রাস্তায় চলার উপযুক্ত গাড়িতেই পড়ুয়াদের তোলা যাবে। এক্ষেত্রে স্কুলশিক্ষা দপ্তরের সঙ্গে যৌথভাবে বিশেষ প্রচার অভিযানে নামছে পরিবহণ দপ্তর। উল্লেখ্য, সম্প্রতি উলুবেড়িয়ায় স্কুলের পুলকার দুর্ঘটনায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।