নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাল ওষুধ খেয়ে দেশজুড়ে ২০ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ওষুধ কারখানার দুই মালিককে তিলজলা থেকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। প্রতীক মিশ্রা ও বিশাল কুমার সোনকার নামে দুই অভিযুক্ত এখানে এসে লুকিয়েছিল। টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাঁদের বর্তমান অবস্থান জানতে পারে পুলিশ। সেই মতো রবিবার কলকাতায় এসে রাতেই তিলজলা এলাকায় হানা দিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, নভেম্বর মাসে চারটি রাজ্যে নকল ওষুধ খেয়ে ২০ জনের মৃত্যু হয়। জানা যায়, এই জাল ওষুধের কারখানাটি রয়েছে যোগীরাজ্যে। গত ১৫ নভেম্বর বারাণসীর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ হয়। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন প্রতীক ও বিশাল। বারবার মোবাইল নম্বর বদল করছিলেন তাঁরা। সম্প্রতি তাঁদের নতুন নম্বর হাতে আসে পুলিশের। সেই নম্বরের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায়, দুই অভিযুক্ত কলকাতার তিলজলা এলাকায় এক বন্ধুর বাড়িতে ঘাপটি মেরে রয়েছেন। ধৃতদের ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হচ্ছে।