• বঙ্গে আরও পাঁচ নতুন পর্যবেক্ষক
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ খতিয়ে দেখতে আরও পাঁচ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে নিয়োগ করা হয়েছে তাঁদের। এর আগে প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। এছাড়াও রাজ্যে রয়েছেন আরও ১২ জন এসআইআর পর্যবেক্ষক। এবার আরও পাঁচ অফিসার কুমার রবিকান্ত সিংহ, নীরজ কুমার বানসোড়, অলোক তিওয়ারি, পঙ্কজ যাদব এবং কৃষ্ণকুমার নিরালাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল কমিশন। তারা জানিয়েছে, ভোটার তালিকা নিয়ে পরবর্তীতে যাতে কোনও অভিযোগ না থাকে, সেই লক্ষ্যেই আরও পাঁচ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এঁদের নিয়োগের ফলে প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে এসআইআরের কাজে নজরদারি আরও বাড়বে। আজ, মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দেবেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)