নামী বহুজাতিক সংস্থার জাল ই-মেল আইডি কিনে ২৬ লক্ষ টাকার প্রতারণা, মধ্যরাতে অপারেশন, আজমগড় থেকে গ্রেফতার যুবক
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুদিন ধরেই আমেরিকায় কোনও বহুজাতিক সংস্থায় লোভনীয় বেতনের চাকরির চেষ্টা করছিলেন বছর পঁয়তাল্লিশের সম্বরণ ঘোষ। তালতলা থানা এলাকার বাসিন্দা তিনি। কিছুতেই শিকে ছিঁড়ছিল না। একদিন আচমকাই হাতে পেলেন একটি ই-মেল। তাতে বহুজাতিক সংস্থার নিয়োগপত্র। একপলকে তা দেখেই আত্মহারা হয়ে পড়েন সম্বরণ। খেয়াল করেননি নিয়োগপত্র যে ই-মেল আইডি থেকে এসেছে, সেটা ভুয়ো। নিয়োগপত্র ডাউনলোড করতেই হ্যাক হয়ে যায় ফোন। তারপর তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২৬ লক্ষ টাকারও বেশি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তরপ্রদেশের আজমগড় থেকে এক যুবককে রবিবার মধ্যরাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার থানার পুলিশ। লালবাজার জানিয়েছে, ধৃতের নাম অভিষেক যাদব। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।
তদন্তে নেমে প্রাথমিকভাবে কিছু সমস্যায় পড়ে সাইবার থানার পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ই-মেল আইডিটি ভুয়ো। আদতে বহুজাতিক সংস্থার তরফে সম্বরণবাবুকে কোনও ই-মেলই করা হয়নি। শুধু তাই নয়, ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই ই-মেলটি করা হয়েছে। তাই প্রেরকের লোকেশন খুঁজতে গিয়ে বেগ পেতে হয় তদন্তকারীদের। লালবাজার জানিয়েছে, এরপর বিশেষ প্রযুক্তিকে কাজে লাগানো হয়। ই-মেল অ্যাড্রেসটি যে ডোমেন থেকে তৈরি করা হয়েছিল, সেখানে নজর পড়ে সাইবার বিশেষজ্ঞদের। দেখা যায়, টাকা খরচ করে বহুজাতিক সংস্থার নামে সেই ভুয়ো অ্যাড্রেসটি কিনেছে এক যুবক। সেখান থেকে মেলে ক্রেতার ইউপিআই আইডি। একইসঙ্গে তদন্তকারীদের হাতে আসে সেই আইডির সঙ্গে যুক্ত ফোন নম্বর। সাইবার বিভাগের এক কর্তা জানিয়েছেন, ওই ইউপিআই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, সেটি অভিষেক যাদবের। উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। মোবাইল নম্বরের তথ্যতেও মিলে যায় সেই নাম।
এরপর লালবাজার বিশেষ টিম পাঠায় আজমগড়ে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বাড়ি থেকে অভিযুক্তকে পাকড়াও করেন উর্দিধারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যাবতীয় কারসাজি চালিয়েছে তার মোবাইল ফোন থেকেই। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনটি ফরেন্সিকে পাঠানো হয়েছে। আর কোনও প্রতারণার সঙ্গে এই যুবক জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত অভিষেক যাদব।