রেললাইনে টোটো, বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা নামখানাগামী ট্রেনের
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ থেকে নামখানাগামী ট্রেন। চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বহু যাত্রী। ঘটনাটি ঘটেছে কুলপি থানার বেলপুকুর ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মাঝখানে লক্ষ্ণীপাশা ভগবানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে যাত্রী বোঝাই একটি টোটো গ্রামের ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার মাঝখান দিয়ে রেললাইন চলে গিয়েছে। টোটোটি যখন রেললাইন পেরচ্ছিল, সেই সময় বিপত্তি ঘটে। রেল লাইনের মাঝখানে টোটোর চাকা আটকে যায়। অনেক চেষ্টা করেও চালক লাইন পার করতে পারেননি। ঠিক তখনই একটি ট্রেন করঞ্জলি স্টেশন ছেড়ে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি দেখেই টোটোর চালক সহ যাত্রীরা ছুটে পালিয়ে যান। টোটোটি তখন রেল লাইনের মাঝখানে দাঁড় করানো ছিল। ট্রেন এসে সজোরে টোটোতে ধাক্কা মারে। ট্রেনের চাকায় টোটো আটকে যায়। তবে চালকের তৎপরতায় কিছুটা যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপরই গ্রামবাসীরা এসে ট্রেনের সামনে ঢুকে যাওয়া টোটোটিকে টেনে বের করেন। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। টোটোটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে ভেঙে গিয়েছে।
স্থানীয় বাসিন্দা সুমন দাস বলেন,‘বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেত। চালকের তৎপরতায় বহু মানুষ প্রাণে বেঁচেছেন। কিছুদিন আগেও একটি সিমেন্ট বোঝাই মেশিন ভ্যান রেললাইনে আটকে গিয়েছিল। সেই সময়ও একই পরিস্থিতি ঘটেছিল। আবারও একই রকমের ঘটনা ঘটল।’ স্থানীয়রা জানিয়েছেন, এই ঢালাই রাস্তা দিয়ে গ্রামের প্রচুর মানুষ যাতায়াত করেন। এছাড়াও ছোটো গাড়ি যাতায়াত করে। এখানে রেলগেট না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। রেলদপ্তরকে বিষয়টি দেখা উচিত। -নিজস্ব চিত্র