• রাস্তাজুড়ে পড়ে গ্যাসের পাইপ, বারাকপুরে প্রবল সমস্যায় মানুষ, কাজ বন্ধের নোটিশ পুরসভার
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাড়িতে বাড়িতে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়ার কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। রাস্তায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা আছে পাইপ। এর ফলে অসুবিধায় পড়ছে মানুষ। এবার সাধারণ মানুষের দাবি মেনে যতদিন পাইপ না সরানো হচ্ছে ততদিন পর্যন্ত কানেকশন দেওয়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দিল বারাকপুর পুরসভা।

    বারাকপুরে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ বেশ কিছুদিন ধরে চলছে। অভিযোগ, সরবরাহ করার পাইপ রাস্তার দু’ধারে ফেলে রাখা হয়েছে। ফলে মানুষের অসুবিধা হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। পাশাপাশি স্থানীয় ব্যবসাদাররাও সমস্যায় পড়ছেন। অমিত মুখোপাধ্যায় নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমার বাড়ির সামনে পাইপ মাসের পর মাস পরে আছে। বাড়ি ঢুকতে বেরতে সমস্যা।’বারাসত রোডের এক দোকানদার জানান, তাঁর দোকানের সামনে পড়ে রয়েছে গ্যাসের পাইপ। ফলে ক্রেতারা আসা-যাওয়া করতে পারছেন না। পুরসভাকে তাঁরা বিষয়টি জানিয়েছেন। অভিযোগের পর নোটিশ জারি করে বারাকপুর পুরসভা বন্ধ করে দিল গ্যাস লাইনের কাজ। বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, ‘গত আট মাস ধরে রাস্তার ধারে পাইপ পড়ে আছে। এগুলি মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার কথা। কিন্তু ঘোষপাড়া রোডে থেকে গিয়েছে মাটির তলায় ঢোকানোর মেশিন। সবমিলিয়ে মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাকে তাদের অসুবিধার কথা জানিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই পাইপ না সরালে কাজ করতে দেবেন না বলে জানিয়েছেন।’ যদিও নোটিশ পাওয়ার পর পাইপ সরানোর কাজ শুরু হয়েছে বলে উত্তমবাবু জানান। তবে পুরসভার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের বক্তব্য, চেয়ারম্যান চোরের উপর রাগ করে কলাপাতায় ভাত খাচ্ছেন। উনি গ্যাস পাইপলাইন সংস্থাকে পেনাল্টি করতে পারতেন। বা পুরসভার পে লোডার দিয়ে পাইপ অন্যত্র সরিয়ে দিতে পারতেন। কিন্ত তিনি তা না করে উন্নয়নের কাজই দিলেন বন্ধ করে। পুরপ্রধান যদিও বলেন, ‘বারাকপুরের বাসিন্দাদের সমস্যার কথা শোনার জন্যই আমাকে চেয়ারম্যানের পদে বসানো হয়েছে। বলা হয়েছে, পাইপলাইন সরিয়ে কাজ শুরু করতে। চিরদিনের জন্য বন্ধ করতে বলা হয়নি। গ্যাসের সংযোগ খুব ভালো উদ্যোগ। তবে সাধারণ মানুষকে দিনের পর দিন দুর্ভোগে ফেলে কাজ করা উচিত নয়। প্রায় আট মাস ধরে পাইপ, মেশিন পড়ে রয়েছে। সেগুলি সরাতে বলা হয়েছে। সরিয়ে দিয়ে কাজ শুরু করুক। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)