ভারতের উপরে নতুন করে শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের ইঙ্গিত ছিল বেশ কিছু কৃষিজাত জিনিসের উপরে ট্যারিফ চাপাতে পারেন তিনি। এর মধ্যে রয়েছে ভারতের চাল এবং ক্যানাডার সার। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে ট্রাম্পের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্যজুড়ে শীতের আমেজ। মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম।
মঙ্গলবার কোচবিহারে রাজনৈতিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। এ দিনের সভা থেকে কী বার্তা দেবেন মমতা, সেই দিকে সব নজর।