• শনির দশা IndiGo-র, বিপর্যয় সামলানোর আগেই এ বার কোপ ফ্লাইট স্লটে
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • ফ্লাইট বাতিল নিয়ে আরও বড় সমস্যার মুখে পড়তে চলেছে ইন্ডিগো। আট দিন পরেও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি পরিষেবা। ইতিমধ্যেই শোকজ়-এর মুখে পড়েছে দেশের অন্যতম ব্যস্ত বিমান সংস্থা। এ বার তাদের ফ্লাইট স্লটেও পড়তে চলেছে কোপ। যাত্রী পরিষেবায় সমস্যার জেরে ইন্ডিগোর উড়ান স্লট কমিয়ে দেওয়ার ভাবনা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। এই বিষয়ে ইঙ্গিত দিলেন খোদ মন্ত্রী কে রামমোহন নাইডু।

    সোমবার দূরদর্শনকে ইন্ডিগো ইস্যুতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, ‘খুব শীঘ্রই আমরা ইন্ডিগোর রুট কমিয়ে দেব। তারা বর্তমানে দিনে ২,২০০টি ফ্লাইট চালাচ্ছে। সেই স্লট কমিয়ে দেব।’ ফলে বাণিজ্যিক ভাবেও আগামীতে বড় সমস্যায় পড়তে চলেছে ইন্ডিগো। নির্ধারিত স্লট হারালে যাত্রী পরিষেবায় ভবিষ্যতে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে বিমান সংস্থাকে।

    সূত্রের খবর, DGCA ইন্ডিগোকে জানিয়ে দিয়েছে যে তাদের উইন্টার ফ্লাইট স্লট ৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ সারাদিনে বিমান সংস্থাটি বর্তমানে ২২০০ ফ্লাইট চালালে এর পরে ১১০টি স্লট কম পাবে। অর্থাৎ কমাতে হবে তাদের উড়ানের সংখ্যা। সে ক্ষেত্রে সাংঘাতিক প্রভাব পড়বে ইন্ডিগোর যাত্রী পরিষেবা থেকে আয়ে। বর্তমানে ডোমেস্টিকে ৭০ শতাংশ বিমান স্লটই রয়েছে ইন্ডিগো-এর আওতায়।

    ইন্ডিগোর বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে মঙ্গলবারই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন। ইন্ডিগোর সঙ্কটের মতো পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আলোচনার জন্যেই এ দিনের বৈঠকের আয়োজন। এ ছাড়া মঙ্গলবার দেশের প্রধান বিমানবন্দরগুলির পরিস্থিতি পরিদর্শন করে দেখবে MoCA। ইন্ডিগোর সাম্প্রতিক ব্যর্থতা মূল্যায়নের জন্য সরকারি প্রতিনিধি এবং ডিজিসিএ আধিকারিকরা এ দিনই ইন্ডিগোর CEO পিটার এলবার্সের সঙ্গে দেখা করবেন।

    এ দিকে মঙ্গলবার সকাল পর্যন্ত লখনৌ থেকে আসা ইন্ডিগোর ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। বেঙ্গালুরুতে ১২১টি এবং হায়দরাবাদে ৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

    অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ৭,৩০,৬৫৫টি বাতিল হওয়া টিকিটের জন্য ৭৪৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৯ হাজার ব্যাগের মধ্যে ৬ হাজার ব্যাগ ইতিমধ্যেই যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ব্যাগ সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

  • Link to this news (এই সময়)