• জাতীয় সড়কে কয়লা বোঝাই ডাম্পারে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা চালকের
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • ভয়াবহ আগুনে পুড়ে গেল কয়লা বোঝাই ডাম্পার। মঙ্গলবার ভোরে দুর্ঘটনা পুরোনো ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে, যা ওডিশার বালেশ্বর থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মোড়গ্রাম পর্যন্ত বিস্তৃত। জানা গিয়েছে, ডাম্পারের সামনের চাকার লোহার স্প্রিং ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে। তারপরেই আগুন লেগে যায় ডাম্পারটিতে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-রানিগঞ্জ কয়লাখনি এলাকার তপসি রেল স্টেশনের কোল সাইডিং থেকে ডাম্পারে কয়লা বোঝাই করা হয়। ডাম্পারটি জাতীয় সড়ক দিয়ে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময়েই ডাম্পারের সামনের চাকার সাসপেনশন স্প্রিং ভেঙে গিয়ে সঙ্গেই সঙ্গেই আগুন লেগে যায় চালকের কেবিনে। ডাম্পারের চালক কোনওরকমে কেবিন থেকে বেরিয়ে এসে প্রাণ বাঁচান। কিন্তু আগুন ছড়িয়ে গোটা ডাম্পারে।

    খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের একটি গাড়ি এসে ফোম এবং জল দিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

  • Link to this news (এই সময়)