• ডিসেম্বরের শহরে শীতের আমেজ, আজও ‘কুল’ হবে আবহাওয়ার মতি?
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • ক্যালেন্ডারের পাতা বলছে ডিসেম্বর। লেপ-কম্বল-গরম জামা সব কিছু ট্রাঙ্ক থেকে আগেই বার করে নিয়েছেন রাজ্যবাসী। কারণ মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ইনিংস খেলছে শীত। চলতি সপ্তাহেও সেই ইনিংসে ছেদ পড়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ থেকে উত্তর, শহর থেকে জেলা সর্বত্রই জাঁকিয়ে বসেছে শীত। শহর কলকাতাতেও তাপমাত্রার পারদও ঘোরাফেরা করছে স্বাভাবিকের চেয়ে নীচে।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনও আশঙ্কা এখন নেই। যার জেরে বঙ্গে অবাধেই ঢুকছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ।

    টানা তিন দিন কলকাতার রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করেছে। হাওয়া অফিসের মতে, শনিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। ওই দিন কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার শহরের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম।

    পিছিয়ে নেই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিও। বাঁকুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। দিন হোক বা রাত, দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নীচেই রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সাতদিন এই পরিস্থিতিই বজায় থাকবে। তবে থাকবে কুয়াশার দাপট, বিশেষত উপকূলীয় এলাকাগুলিতে।

    উত্তরবঙ্গেও বেশ জাঁকিয়ে বসেছে শীত। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে ভোরের দিকে নামছে গাঢ় কুয়াশা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে উত্তরবঙ্গবাসী এবং পর্যটকদের। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আরও বাড়তে পারে কুয়াশার দাপট।

  • Link to this news (এই সময়)