শহরে পারদ পতন হল না, দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বাড়ল তাপমাত্রা
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। সেই পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরেই থাকল। কলকাতার তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম । দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য তাপমাত্রা বেড়েছে। যদিও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে জায়গা করে নিয়েছে কল্যাণী। তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে কোচবিহারে। ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দার্জিলিং- এর তাপমাত্রা কমে ৪.৮ ডিগ্রিতে পৌঁছেছে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের কোথাও কোনও নিম্নচাপ নেই। তাই বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে। কনকনে শীতল আবহাওয়া বিরাজ করবে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায়। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলির দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতে একইভাবে শীত বজায় থাকবে।