সান্ধ্যভ্রমণে বেরিয়ে হঠাৎই উধাও হয়ে গিয়েছিলেন ৭৯ বছর বয়সি বৃদ্ধা। অদ্ভুত ভাবে খোঁজ মিলল তাঁর। দক্ষিণ মুম্বইয়ের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার গলার হারে একটি GPS লাগানো ছিল। সেই অত্যাধুনিক প্রযুক্তিই খোঁজ দেয় তাঁর। পরিবারের লোকেরা GPS ট্র্যাক করে জানতে পারেন, তিনি একটি হাসপাতালে রয়েছেন। হাঁটতে বেরিয়ে বাইকের ধাক্কায় আহত হন। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারীরা। ৩ ডিসেম্বরের এই ঘটনা সম্প্রতি সামনে এসেছে।
বৃদ্ধার নাম সাইরা বি তাজুদ্দিন মোল্লা। ৩ ডিসেম্বর হাঁটতে বেরিয়ে ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। চিন্তায় পড়ে যান বাড়ির লোকেরা। হঠাৎই তাঁর নাতি মহম্মদ ওয়াসিম আয়ুব মোল্লার মাথায় আসে, ঠাকুমার গলার হারে তিনি একটি GPS ডিভাইস লাগিয়েছিলেন, যা অ্যাক্টিভেট করলে দিশা মিলতে পারে।
হলোও তাই। বাড়ি থেকে ট্র্যাকারটি অন করতেই দেখা যায়, KEM হাসপাতালে রয়েছেন বৃদ্ধা। এর পরেই সকলে মিলে সেখানে ছুটে যান। তাঁদের বাড়ি থেকে হাসপাতাল ৫ কিলোমিটার দূরে।
হাসপাতালে আহত হয়ে ভর্তি ছিলেন সাইরা। তবে চোট খুব বেশি নয়। একদিন অবজারভেশনে রাখার পরে ছেড়েও দেওয়া হয় তাঁকে।