• ‘যদি স্বাধীন ভাবে কাজ করতে না পারেন, তা হলে...’ পশ্চিমবঙ্গে BLO-দের নিরাপত্তা নিয়ে নোটিস সুপ্রিম কোর্টের
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • BLO-দের উপর কাজের চাপের পর এ বার তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। SIR-এর কাজে যুক্ত সরকারি কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অভিযোগ পেয়ে SIR সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গে BLO-দের নিরাপত্তার ইস্যুতে নোটিস জারি করল শীর্ষ আদালত। BLO-দের নিরাপত্তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার-সহ সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট ৷

    এই মুহূর্তে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে SIR। সেই প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজনৈতিক দলগুলি। BLO-দের কাজের চাপ নিয়ে আলোচনার পর মঙ্গলবার SIR সংক্রান্ত মামলার শুনানিতে উঠে আসে তাঁদের নিরাপত্তার বিষয়টি। পশ্চিমবঙ্গে BLO-দের নিয়ে একের পর এক ঘটনার প্রসঙ্গ তুলে উপযুক্ত নিরাপত্তার দাবি জানান আইজীবীরা। তা শুনে প্রধান বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ,‘আমরা নোটিস জারি করে আপনাদের বক্তব্য জানতে চাইছি৷ আপনারা আমাদের খোলাখুলি জানান, কোন কোন রাজ্যে আপনাদের সমস্যা হচ্ছে? BLO-রা যদি নিরাপত্তা না পান, তারা যদি স্বাধীন ভাবে কাজ করতে না পারেন, তাহলে তা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হবে৷’

    এ দিন আদালত কক্ষে BLO-দের হুমকির বিষয়টি উঠে আসায় নির্বাচন কমিশনকেও সতর্ক করেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত কমিশনকে অরাজকতা এড়াতে পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছে। বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ ওঠায় নির্দিষ্ট ভাবে সমস্যা কোথায় তা জানতে চান বিচারপতিরা।

    এই প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, অতিরিক্ত নিরাপত্তা চেয়ে আপনারা রাজ্য সরকারকে অনুরোধ জানান ৷ রাজ্য সরকার সেই অনুরোধের পরেও কোনও ব্যবস্থা না নিলে আপনারা আমাদের কাছে আবেদন করুন৷ আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করব৷ আপনি কী ভাবে বলছেন যে, বাংলার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, যেখানে আলাদা পদক্ষেপ করতে হবে৷ আপনি কী বলতে চান, দেশের সব রাজ্যের পুলিশকে জাতীয় নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে? কোনও রাজ্য সরকার যদি জাতীয় নির্বাচন কমিশনের কাজে বাধা দেয়, তাদের সহযোগিতা না করে, তাহলে আপনারা আমাদের কাছে আবেদন করছেন না কেন?’

    এখানেই শেষ নয়, BLO-দের কাজের প্রকৃতি মনে করিয়ে আদালত তাঁদের নিরাপত্তার উপর জোর দিয়েছে। বিচারপতিদের মতে, BLO-রা যেহেতু রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন। তাই তাঁদের উপর রাজনৈতিক ভাবে যাতে কোনও চাপ সৃষ্টি না করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে কমিশনকে দেখার কথা বলা হয়েছে। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে রাজ্য সরকারগুলির সহযোগিতার অভাবের বিষয়টিও কড়া ভাবে দেখার কথা বলেছে।

  • Link to this news (এই সময়)