প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই ‘বন্দে মাতরম’ ইস্যুতেও রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা অমিত শাহের। দেশ ভাগের কারণ হিসেবে নেহরুর বন্দে মাতরম-এর স্তবক ভাগকেই ঠাউরালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের কথায়, তুষ্টিকরণের রাজনীতি করে নেহরু বন্দে মাতরমকে ভাগ না করলে দেশ ভাগ হয়তো রোখা যেত। বন্দে মাতরম-কে কেন্দ্র করে আদর্শের বদলই রাষ্ট্রের বিভাজন ডেকে এনেছিল।
বিস্তারিত আসছে...