• BLO-দের সাম্মানিক মেটাতে ৬১ কোটির ভাতা বরাদ্দ করল রাজ্য
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: বাংলায় এনিউমারেশন পর্বের প্রায় শেষ পর্যায়ে বুথ লেভেল অফিসারদের (বিএলও) সাম্মানিক মেটাতে নবান্ন অবশেষে ৬১ কোটি টাকা মঞ্জুর করল। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (সিইও) বিএলও–দের মোবাইলের ডেটা–প্যাকের খরচ হিসেবে অতিরিক্ত এক হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেজন্য প্রয়োজন ছিল আরও ৮১ কোটি টাকা। এই টাকা অবশ্য নবান্ন এখনই বরাদ্দ করছে না।

    কমিশন সূত্রে খবর, রাজ্যের অর্থ দপ্তরের ছেড়ে দেওয়া এই বরাদ্দের মধ্যে ৫০ কোটি টাকা আপাতত প্রায় ৯৫ হাজার বিএলও–র প্রাপ্য সাম্মানিক হিসেব বণ্টন করা হবে। বাকিটা জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়া হবে। ‘সার’-এর কাজের জন্য জেলায় অফিস চালাতে যে খরচ হচ্ছে, তা মেটাতে এই টাকা প্রয়োজন।

    সিইও দপ্তর থেকে গত সপ্তাহে রাজ্য সরকারকে নিয়মমাফিক ৭০ কোটি টাকা ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থ দপ্তর আশ্বাস দিলেও অজ্ঞাত কারণে তা আটকে ছিল। সোমবার সেই বরাদ্দের একাংশ হিসেবে ৬১ কোটি টাকা ছাড়া হয়েছে অর্থ দপ্তরের তরফে। এ দিকে কমিশন সূত্রের খবর, কলকাতা ও লাগোয়া জেলাগুলি থেকে আবাসনে বুথ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে এখনও পর্যন্ত দক্ষিণ কলকাতা থেকে মাত্র দু’টি আবাসনের নাম পাঠিয়েছে রাজ্যের সিইও দপ্তর। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া ও দুই ২৪ পরগনা থেকে আর কোনও আবাসনের নাম এখনও যায়নি।

  • Link to this news (এই সময়)