ইন্ডিগোকে ৫ শতাংশ উড়ান কমাতে নির্দেশ ডিজিসিএ’র, আজও দেশজুড়ে বাতিল বহু বিমান
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া ও নতুন ডিউটি নীতির জন্য কর্মী সঙ্কট, দেশজুড়ে বিমান পরিষেবা বিঘ্নের পিছনে এই কারণগুলিই দেখিয়েছে ইন্ডিগো। নিজেদের ব্যর্থতাকে আড়ালে রেখে কেন্দ্রীয় সরকারের নতুন ডিউটি নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিল এই উড়ান সংস্থা। যাত্রীদের হয়রানির জেরে সেই নীতিতে আংশিক প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি।আজ, মঙ্গলবারও দেশজুড়ে ১০০-এর বেশি বিমান বাতিল রয়েছে ইন্ডিগোর। এর মাঝেই এই বেসরকারি উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ইন্ডিগোকে ৫ শতাংশ উড়ান কমাতে নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যার ফলে নিত্য ইন্ডিগোর ১১৫টি করে উড়ান কমবে। এমনকি ইন্ডিগোর শীতকালীন বিমান পরিষেবা অন্য উড়ান সংস্থাকে দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, ‘ইন্ডিগোর বিমান পরিষেবা কমাব আমরা। বর্তমানে ২,২০০টি বিমান উড়ছে তাদের। সেগুলিও কমাব।’ কেন্দ্রের এই নির্দেশের পর ইন্ডিগো এখনও পর্যন্ত কোনও জবাব দেয়নি। ইন্ডিগোর বিমান বিভ্রাটের বিষয়ে গতকাল, রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু সাফ জানিয়ে দেন, ইন্ডিগোর ‘ইন্টারন্যাল ক্রাইসিস’ এবং ‘ক্রিউ রোস্টারিং’য়ের সমস্যার কারণেই এই বিভ্রাট হচ্ছে। এর সঙ্গে ‘অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমে’র (এএমএসএস) কোনও সম্পর্ক নেই। এপ্রসঙ্গেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী ঘোষণা করেন, এবিষয়কে মোটেও হালকাভাবে দেখা হচ্ছে না। এব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেক বিমান সংস্থার জন্যই সরকারের এহেন পদক্ষেপ উদাহরণ হয়ে থাকবে। রামমোহন নাইডু জানান, ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ (এফডিটিএল) মেনে চলতে হবে সমস্ত বিমান সংস্থাকেই। বিমান যাত্রী, পাইলট, ক্রু মেম্বারদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কেন্দ্র কোনওরকম আপস করবে না। এব্যাপারে ইতিপূর্বে দফায় দফায় সমস্ত বিমান সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে। এমনকি আলাদাভাবে ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক হয়েছে।