• মালয়ালম পরিচালক তথা বাম নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • কেরল, ৯ ডিসেম্বর: মালয়ালম পরিচালক তথা সিপিএম সমর্থিত প্রাক্তন বিধায়ক পিটি কুনজো মহম্মদের বিরুদ্ধে এক সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কেরল পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা প্রথমে বিষয়টি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে অভিযোগপত্র পাঠিয়েছিলেন। পরে তিরুবনন্তপুরম সিটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, গত মাসে কেরলের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়ে ঘটনাটি ঘটে। ওই চলচ্চিত্র উৎসবের জুরি চেয়ারম্যান পদে ছিলেন পিটি কুনজো। নির্যাতিতা বলেন, ‘জুরি চেয়ারম্যান হওয়ার সুযোগ নিয়ে আমার ঘরে ঢুকে গায়ে হাত দেয় সে। অশালীন আচরনও করেন।’ যদিও  ওই পরিচালক শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন।  তিনি বলেন, ‘এটা একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আমি ২৫ বছর ধরে জনসাধারণের সঙ্গে আছি । আজ পর্যন্ত কারোর সঙ্গে খারাপ আচরণ করিনি।’ উল্লেখ্য, পিটি কুনজো মহম্মদ দু’বারের বিধায়ক ছিলেন। সিপিএমের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি প্রথমবারের মতো ১৯৯৪ সালে কেরলের গুরুভায়ুর আসন থেকে উপ নির্বাচনে জয়লাভ করেন। ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনেও আসনটি ধরে রেখেছিলেন তিনি।
  • Link to this news (বর্তমান)