• ভারতের আপত্তিকে উড়িয়ে দিয়ে পাকিস্তানকে ফের মোটা অঙ্কের ঋণ আইএমএফ’র
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: ভারতের আপত্তি উড়িয়ে ফের পাকিস্তানকে ঋণ দিচ্ছে আইএমএফ। গতকাল, সোমবারই এই আন্তর্জাতিক সংস্থার তরফে সেই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্রের জন্য ১.২ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৭৯৯ কোটি টাকা প্রায়) ঋণে অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নতুন কিস্তিতে এই আর্থিক সাহায্য করা হয়েছে ইসলামাবাদকে। তবে আইএমএফ জানিয়েছে, এই অর্থ বরাদ্দ করা হয়েছে পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করতে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জলবায়ু সংক্রান্ত সমস্যার মোকাবিলা, জনগণের স্বার্থে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য।কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তান অতীতে এইভাবেই ঋণ পেয়ে সন্ত্রাসবাদকে মদত দিতে কাজে লাগিয়েছে। ঋণের বেশিরভাগ অর্থই চলে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে। এবারেও তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এফএটিএফের ধূসর তালিকা থেকে পাকিস্তান বাইরে আসতেই লাগাতার ঋণ পাচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানকে আইএমএফ দিয়েছে ৩.৩ বিলিয়ন ডলার। এবার দিচ্ছে তৃতীয় কিস্তির টাকা। তবে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে পাকিস্তানকে ফের অর্থ দিচ্ছে আইএমএফ। ঋণের অর্থ দিয়ে কী কাজ হয়েছে, তা নির্দিষ্ট সময় অন্তর বিশ্লেষণ এবং মূল্যায়ন করে আইএমএফ। তার ভিত্তিতে পরবর্তী কিস্তির অর্থ বরাদ্দ করা হয়। পাকিস্তানের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হয়েছে বলে দাবি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের। 
  • Link to this news (বর্তমান)