• বঙ্কিমচন্দ্র ইস্যুতে মোদির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: লোকসভায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার এই ইস্যুতে কোচবিহারের জনসভা থেকে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গীত রচনা করেছিলেন, তাঁকে এই টুকু সম্মান দিলে না। আপনাদের নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না।’বাংলার মনীষীদের অপমানের বিরুদ্ধে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমী নন। সন্ত্রাসবাদী বলে দেওয়া হল ক্ষুদিরাম বসুকে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন।’ মঙ্গলবার কোচবিহারের রাসমেলার মাঠের জনসভা থেকে এনআরসি নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘এসআইআর সামনে আর পিছনে এনআরসি। এটা মানি  না। আমি বিভেদ রুখে দেবো। পঞ্চানন বর্মার পায়ে হাত দিয়ে বলছি। কোনও ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে অত্যাচার করছে।’এসআইআর নিয়েও সর্তক করে দেন তিনি। তাঁর কথায়, ‘এসআইআরে সবাই নাম তুলবেন। হেয়ারিং-এ ডাকলে যাবেন। কাগজ পত্র নিয়ে যাবেন। আমরা মে আই হেল্প ইউ ডেস্ক প্রতি গ্রাম সভায় করে দেব। নির্বাচনের আগে এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট বের করে পর দিনই ভোট ঘোষণা করে দিতে পারে। ওরা রাষ্ট্রপতি শাসন জারির ছক কষছে। বিজেপির হাতে রাজ্য গেলে ধ্বংস হয়ে যাবে।’ মোদি সরকারের শ্রম সংক্রান্ত আইনের ১০০ দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া ‘শর্ত’ দেওয়া হয়েছে। কোচবিহারের জনসভার মঞ্চ থেকে প্রতিবাদে এই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, গত বিধানসভা ভোটে  শীতলকুচিতে গুলির ঘটনা নিয়েও বিজেপিকে এক হাত নেন।  দলনেত্রীর দাবি, ‘শীতলকুচিতে গুলির ঘটনায় এখনও জেল খাটতে হচ্ছে। বিজেপি এজেন্সিকে পাপেট বানিয়ে রেখেছে। বিজেপি স্বৈরাচারী সরকার। সংবিধান, বিচার ব্যবস্থাকে শেষ করে দেবে।’ 
  • Link to this news (বর্তমান)