মোদীর বঙ্কিমদা নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে বাংলার বঞ্চনা নিয়েও কেন্দ্রকে নিশানা
দৈনিক স্টেটসম্যান | ০৯ ডিসেম্বর ২০২৫
কোচবিহারের সভা থেকে এদিন বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। আমি ভালবাসা দিয়ে কিনি। তাই যা দেওয়ার ভোটের আগেই দিই।’ মমতার অভিযোগ, ‘ভোটের আগে উজলার নামে নাটক, চা বাগান খোলার নাটক, নতুন করে কিছু দেওয়ার নাটক? এ সব আমরা বরদাস্ত করি না।’
বাংলার বঞ্চনা নিয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একশ দিনের কাজের টাকা দেওয়া চার বছর ধরে বন্ধ করে দিয়েছেন। আবাস যোজনা বন্ধ। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন ২০১১ সালের পর থেকে একশ দিনের কাজে আমরা অনেক জাতীয় পুরস্কার পেয়েছি। ভালো কাজ করা কি অপরাধ?’