রমেন দাস: ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে এক খাবার বিক্রেতাকে মারধর! আমিষ খাবার বিক্রির ‘অপরাধে’ তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী কান ধরে ওঠবোস করানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গণপিটুনির অভিযোগ দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সোমবার সংবাদ প্রতিদিনে-এ মারধরের ওই অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এরপরই আজ মঙ্গলবার ময়দান থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন আইনজীবী। ঘটনায় নাম না করে বিজেপি এবং আরএসএসকে একহাত নিয়ে সায়নের অভিযোগ, ”এরা উত্তরপ্রদেশের গণপিটুনির কালচার পশ্চিমবঙ্গে আনতে চাইছে।” ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ যাতে অবিলম্বে ব্যবস্থা নেয় সেই আবেদনও জানিয়েছেন আইনজীবী।
সনাতন সংস্কৃতি সংসদের তরফে রবিবার ব্রিগেডের ময়দানে পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। সেখানেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মাঝে আমিষ খাবার বিক্রির ‘অপরাধে’ বিক্রেতাকে ব্যাপক মারধর, কান ধরে ওঠবোস করানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তবে ভাইরাল ভিডিও দেখে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এনিয়ে ফুঁসে উঠেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ”আমিষ খাবার যাঁরা খান না, তাঁদের কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।”
ঘটনা ঠিক কী ঘটে? ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, এক বিক্রেতা চিকেন প্যাটিস ভর্তি টিনের বাক্স নিয়ে রবিবার বিক্রি করছিলেন। সেসময় সেখানে আরএসএস ঘনিষ্ঠ সংগঠন আয়োজিত গীতাপাঠের আসর সবে শেষ হয়েছে। এমন সময়েই দেখা গেল, ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন। তাঁদের কারও কপালে তিলক, কারও গলায় উত্তরীয়। ওই বিক্রেতাকে কান ঘরে ওঠবোস করানোও হয়। তাঁর প্যাটিস ভর্তি টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। আর এরপরেই এদিন ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জনৈক ওই আইনজীবী।