• লালকেল্লা বিস্ফোরণে বম্বারকে সাহায্যের অভিযোগ, NIA-এর হাতে গ্রেপ্তার আরও এক চিকিৎসক
    এই সময় | ০৯ ডিসেম্বর ২০২৫
  • লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের এক মাসের মাথায় এই ঘটনায় যুক্ত সন্দেহে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করল NIA। জানা গিয়েছে, তার নাম বিলাল নাসের মাল্লা। ধৃত পেশায় একজন চিকিৎসক। তদন্তকারীদের দাবি, লালকেল্লায় বিস্ফোরণ ঘটানো চিকিৎসক উমরের সহযোগী ছিল ডাঃ মাল্লাও। এমনকী তাকে আশ্রয় দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

    দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে যে হোয়াইট টেরর মডিউলের খোঁজ মিলেছিল, সেই নেটওয়ার্কের সদস্য চিকিৎসক বিলাল নাসের মাল্লা। তিনি বারামুল্লার বাসিন্দা। লালকেল্লা বিস্ফোরণের মূল অভিযুক্ত হিসেবে মঙ্গলবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তদন্তকারীদের দাবি, বিলাল লালকেল্লা বিস্ফোরণের বম্বার উমর উন নবিকে আশ্রয় দিয়েছিল এবং তাকে লজিস্টিক জুগিয়ে সাহায্যও করেছিল। পাশাপাশি, সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত প্রমাণ নষ্ট করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

    NIA জানিয়েছে, বিলাল হলো এই কাণ্ডে ধৃত অষ্টম মূল অভিযুক্ত। এই কাণ্ডে যুক্ত সন্দেহে এর আগে আল ফালাহ-র দুই চিকিৎসক মুজাম্মিল শাকিল ও শাহিন-সহ সাত জনকে গ্রেপ্তার করেছে NIA। এই নেটওয়ার্কের বাকি সদস্যদের খোঁজে উপত্যকা জুড়ে জোরদার তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

    উল্লেখ্য, গত ১০ নভেম্বর কেঁপে ওঠে লালকেল্লা। লালকেল্লার ঠিক সামনে, গেট নম্বর ১–এর পাশে গাড়ি বিস্ফোরণে ১১ জনের প্রাণহানি ঘটে, আহত বহু। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে।

  • Link to this news (এই সময়)