নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি। ভোট চুরি সবচেয়ে বড় দেশদ্রোহীতার কাজ। লোকসভার শীতকালীন অধিবেশনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। আজ, মঙ্গলবার লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় যোগ দিয়ে রাহুল শুধু বিজেপি নয়, আরএসএস’কেও নিশানা করেন। তাঁর দাবি, ‘আরএসএস কখনও সমতা ও শ্রেণিবিন্যাসে বিশ্বাস করে না।’ভোট থেকে সমস্ত প্রতিষ্ঠানের সূত্রপাত হয়েছে। তাই আরএসএস সমস্ত প্রতিষ্ঠানকে দখল করতে চায়। গান্ধীজির হত্যার পর পরবর্তী পদক্ষেপ ছিল ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দখল করা। সেই লক্ষ্যেই এগোচ্ছে সঙ্ঘ। এদিন আবারও হরিয়ানার ভোটার তালিকায় গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এনেছেন রাহুল । তিনি বলেন, ‘এক ব্রাজিলিয়ান মহিলা মডেলের হরিয়ানার ভোটার তালিকায় ২২বার নাম রয়েছে। হরিয়ানার নির্বাচনে ভোট চুরি হয়েছে। আর সেই চুরি নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন।’