• বিমানবন্দরে বোমাতঙ্ক! ‘১০ লক্ষ টাকা না দিলে…’, হুমকি মেল ঘিরে ছড়াল আতঙ্ক
    প্রতিদিন | ১০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! হমকি ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

    পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের ইমেলে ওই হুমকি বার্তা পাঠানো হয়। বলা হয়, ‘আমেরিকাগামী একটি বিমানে বোমা রাখা আছে। ১০ লক্ষ টাকা না দিলে বড়সড় বিস্ফোরণ হবে বিমাবন্দরে। মৃত্যু হবে বহু মানুষের।’ তারপরই সেখানে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াডও। বর্তমানে তারা সেখানে তল্লাশি চালাচ্ছে। একইসঙ্গে তল্লাশি অভিযানে রয়েছে সিআইএসফও। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ইমেলে জ্যাসপার নামে এক ব্যক্তির নাম রয়েছে। তিনি নিজেকে আমেরিকার বাসিন্দা বলে দাবি করেছেন। তবে মনে করা হচ্ছে, সেই নামটি ভুয়ো। তবে এখনও পর্যন্ত বিমানবন্দরে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্য়েই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকি ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)