• ৩০ দিনের মধ্যে দলীয় সংবিধানের সর্বশেষ সংস্করণ পেশ করতে হবে, রাজনৈতিক দলগুলিকে নির্দেশ কমিশনের
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: স্বীকৃত সব সর্বভারতীয় ও আঞ্চলিক দলকে ৩০ দিনের মধ্যে দলীয় সংবিধানের সংশোধিত সর্বশেষ সংস্করণ পেশ করতে হবে। এই নির্দেশ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, রাজনৈতিক দলগুলি কীভাবে নথিভুক্ত ও পরিচালিত হয়, একটি জনস্বার্থ মামলার আবেদনের ভিত্তিতে তা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই এবার নির্বাচন কমিশনের তরফে দলগুলির সংবিধানের সর্বশেষ সংস্করণ পেশের এই নির্দেশ সামনে এল।

    সোমবার কমিশনের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ২৯এ ধারায় নথিভুক্ত হয়। সেই কারণেই দলগুলিকে যে বিধি ও নিয়মগুলি পালন করে চলে, সেগুলি পেশ করতে হবে। এইসব নথির গুরুত্বপূর্ণ অংশ হল দলীয় সংবিধান। দলগুলির অভ্যন্তরীণ পরিচালন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পরিসরে তাদের কাজকর্মকে  দলীয় সংবিধান প্রতিফলিত করে। দলের সব কর্মী যাতে তা মেনে চলেন এবং বৃহত্তর ক্ষেত্রে জনসাধারণ যাতে সেবিষয়ে অবগত হতে পারে, তা নিশ্চিত হওয়া দরকার। কমিশন নির্দেশ দিয়েছে, শেষবার পেশ হওয়ার পর থেকে দলীয় সংবিধানে কী কী পরিবর্তন করা হয়েছে, তার প্রতিলিপি জমা করতে হবে। কোন কোন বিধি ও নিয়ম অনুসরণ করে দলগুলি চলে, সাধারণ মানুষের তা জানা প্রয়োজন। উল্লেখ্য, আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা করেছেন।
  • Link to this news (বর্তমান)