• ভোটার তালিকায় নাম: সোনিয়াকে নোটিশ কোর্টের
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম তোলা নিয়ে মামলা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নোটিশ পাঠাল দিল্লির একটি আদালত। একইসঙ্গে দিল্লি পুলিশের বক্তব্যও জানতে চাওয়া হয়েছে। ১৯৮৩ সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগে ভোটার তালিকায় নাম তুলেছিলেন সোনিয়া। এই অভিযোগের তদন্ত চেয়ে দায়ের হওয়া মামলা গত ১১ সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিশেষ বিচারক বিশাল গোগনে সোনিয়া ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। 

    নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর সংশোধিত আর্জি আদালতে পেশ করেছিল অ্যাডভোকেট বিকাশ ত্রিপাঠি। তাঁর আইনজীবী ম্যাজিস্ট্রেটের আদালতে দাবি করেছিলেন যে, নয়াদিল্লি আসনের ভোটার তালিকায় ১৯৮০ সালে সোনিয়ার নাম উঠেছিল। সেই সময় তিনি ভারতের নাগরিক ছিলেন না। এক্ষেত্রে প্রতারণার অভিযোগ তুলে তদন্ত করা হয়। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেয়। আদালত বলে, বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভূক্ত। এতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। আর ফটোকপি ছাড়া আবেদনকারীর দাবির অন্য কোনও ভিত্তি নেই। 
  • Link to this news (বর্তমান)