• গাঁজা পাচার: দেওরের পর এবার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই গ্রেফতার
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • ভোপাল: মাদক চোরাপাচারের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল মধ্যপ্রদেশের মন্ত্রী প্রতিমা বাগরীর দেওর শৈলেন্দ্র সিংকে। আর সোমবার গ্রেফতার করা হল তাঁর ভাই অনিল বাগরীকে। দু’টি পৃথক মাদক মামলায় মন্ত্রী ঘনিষ্ঠ দুই আত্মীয়র গ্রেফতারিতে ব্যাপক চাপে পড়ে গিয়েছে রাজ্যের বিজেপি সরকার। বিরোধীদের অভিযোগ, মন্ত্রীর প্রভাবকে কাজে লাগিয়েই তাঁর আত্মীয়দের মাদক পাচার চক্রের এই রমরমা। তবে এতেও মচকাবার পাত্রী নন প্রতিমা। খাজুরাহোতে সরকারি অনুষ্ঠানের মাঝে এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত মন্ত্রীর জবাব, ‘অপ্রয়োজনীয় কথা কেন বলছেন?’ মন্ত্রীর এই ভিডিওটি পোস্ট করে মধ্যপ্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘মন্ত্রী সাহেবার রাগ দেখুন। বিজেপি সরকারের মন্ত্রী ঘনিষ্ঠরা এখন মাদক পাচার কাণ্ডে ধরা পড়ছেন। মুখ্যমন্ত্রী এবার আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করুন, অপরাধের কোন গভীরে রাজ্যকে তিনি নিয়ে যেতে চান?’ 

    সাতনা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অনিল বাগরীর ঘনিষ্ঠ পঙ্কজ সিংয়ের বাড়িতে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে বলে খবর ছিল। এরপর সোমবার সকালে পঙ্কজের মারোহুনয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। খড়ের গাদার ভিতর থেকে ৪৮ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ৪৬ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ২২ হাজার টাকা। পঙ্কজকে জেরা করে পুলিশ জানতে পারে, এই বিপুল পরিমাণ গাঁজা অনিল বাগরীর হাতে তুলে দেওয়ার কথা ছিল তাঁর। এরপরই অনিল এবং পঙ্কজকে গ্রেফতার করা হয়। তাঁদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, গাঁজা পাচারের জন্য শৈলেন্দ্র সিং রাজাওয়াতের গাড়ি ব্যবহার করা হতো। এই শৈলেন্দ্র এখন পলাতক। 

    গত সপ্তাহেই মন্ত্রী প্রতিমার দেওর শৈলেন্দ্র সিংকে উত্তরপ্রদেশের বান্দা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। তিনি এখন বান্দা জেলে রয়েছেন। এর আগে নিষিদ্ধ কাফ সিরাপ চোরাপাচারের অভিযোগে সাতনায় তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় সাড়ে পাঁচ কোটি টাকার কাফ সিরাপ। 
  • Link to this news (বর্তমান)