চেন্নাই: মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনকে অপসারণের দাবিতে আবেদন জমা দিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মঙ্গলবার নোটিশটি জমা দেওয়া হয়েছে। তাতে সই করেছেন ১২০ জন সাংসদ। ডিএমকে সাংসদ কানিমোঝি, সাংসদ টি আর বালু, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্যরা স্পিকারের সঙ্গে দেখা করে বিচারপতির অপসারণের দাবি তোলেন। বিরোধী সাংসদদের অভিযোগ, বিচারপতির আচরণ বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তাঁকে একাধিক আইনজীবী ও এক বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাতদুষ্ট বলা হয়েছে। সাংসদদের দাবি, বিচারপতির কিছু রায় রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত। তা সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী। রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির উদ্দেশে পাঠানো চিঠির কপিও নোটিশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ‘কার্থিগাই দীপম’কে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। বিচারপতি স্বামীনাথনের এই সংক্রান্ত একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার।