• পাইলট নিয়োগ
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ইন্ডিগো বিপর্যয় থেকে শিক্ষা। রাতারাতি নতুন পাইলট নিয়োগ করল দেশের ৬ বিমান সংস্থা। অসামরিক বিমান পরিবহণ রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল সংসদে জানান, মোট ১৩,৯৮৯ পাইলট নিয়োগ করা হয়েছে। তার মধ্যে এয়ার ইন্ডিয়ায় ৬,৩৫০ এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ১,৫৯২ জন নিযুক্ত হয়েছেন। আকাশ এয়ারে ৪৬৬ জন এবং স্পাইসজেটে ৩৮৫ জন পাইলট নিয়োগ হয়েছে। অ্যালায়েন্স এয়ারে এই সংখ্যা ১১১। মন্ত্রী আরও জানান, ৫,০৮৫ ককপিট ক্রু নিয়োগ করেছে বিপর্যস্ত ইন্ডগোও। 
  • Link to this news (বর্তমান)