• বিপর্যয়ের ধাক্কা কাশ্মীরের পর্যটন ও স্বাস্থ্য ব্যবস্থায়
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • শ্রীনগর: রবিবার ভোর। শ্রীনগর আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে কুরিয়ার সংস্থার ডেলিভারি এজেন্টদের ভিড়। সকলের চোখ ফোনে। ফ্লাইট আপডেট দেখছিলেন তাঁরা। বেশিরভাগ বার্তাই একরকম— ‘ডিলে’, ‘রিশিডিউলড’, ‘ক্যান্সেলড’। 

    ইন্ডিগোর বিমান বিপর্যয়ের জেরে কুরিয়ার, স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রে বিরাট ধাক্কা খেয়েছে কাশ্মীর। শ্রীনগরের বেশিরভাগ ফ্লাইটই ইন্ডিগোর। ফলে গুরুতর পরিস্থিতি সেখানে। কুরিয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ জাহুর কারি বলেন, ‘মূলত প্যাথলজি সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উন্নতমানের ও বিরল বহু টেস্টের স্যাম্পল দেশের বাইরে পাঠানো হয় শ্রীনগর থেকে। বিমান ঠিক মতো না চলায় সেগুলি সব আটকে রয়েছে।’ বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ল্যাব জানিয়েছে, অতিরিক্ত বিলম্বে অনেক স্যাম্পল নষ্টও হয়ে যাচ্ছে। ফলে নতুন করে নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এতে রোগীদের দুশ্চিন্তাও বাড়ছে। গত এক সপ্তাহ ধরে কাশ্মীরের অন্তত ৩০ শতাংশ কুরিয়ার পরিষেবা ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দা সুহিম আহমেদ ভাট বলেন, ‘ওষুধ থেকে মেডিকেল টেস্ট... সবকিছুতেই বিলম্ব হচ্ছে। এতে কত মানুষের ক্ষতি হচ্ছে, তার হিসেব কে রাখবে?’ পাশাপাশি কপালে ভাঁজ পড়েছে পর্যটনের ক্ষেত্রের সঙ্গে যুক্তদেরও। বিমান বিভ্রাটের সরাসরি প্রভাব পড়ছে পর্যটনে। গত সোমবার শ্রীনগর যাতায়াতে ইন্ডিগোর আটটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ট্রাভেল এজেন্ট, হোটেল ও হাউজবোট মালিকদের মধ্যে চরম অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব কাশ্মীরের প্রেসিডেন্ট ফারুক আহমেদ কুথু জানান, পর্যটকদের প্রচুর বুকিং বাতিল হচ্ছে। শীতের পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
  • Link to this news (বর্তমান)