ইন্ডিগোর বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ, কমানো হল ১০ শতাংশ উড়ান
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। মঙ্গলবারও বাতিল হয়েছে চারশোর বেশি বিমান। এই আবহে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্র। বিমান সংস্থাকে তাদের ফ্লাইটের সংখ্যা ১০ শতাংশ কমানোর নির্দেশ দিল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগোর উড়ান সংখ্যা কমানো প্রয়োজনীয় বলেই মনে করছে মন্ত্রক। তাঁর দাবি, ‘কোনও বিমান সংস্থা, সে যত বড়ই হোক না কেন, পরিকল্পনার ব্যর্থতা বা নিয়ম লঙ্ঘনের কারণে যাত্রীদের ভোগান্তির মুখে ফেলতে পারে না।’
২০২৫-২৬ সালের শীতকালীন সূচি অনুযায়ী, প্রতিদিন ২,৩০০-র বেশি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। তবে ২ ডিসেম্বর থেকে এই পরিষেবা ব্যাহত হয়েছে। এই কদিনে ৪০০০-রও বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া ও নতুন ডিউটি নীতির জন্য কর্মী সঙ্কট ইত্যাদি নানা কারণে এমন বিপর্যয়। তবে দেশজুড়ে সাধারণ যাত্রীদের এমন বিপত্তিতে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। শীতকালীন সূচি অনুযায়ী, গত বছরের তুলনায় ইন্ডিগোর উড়ানের সংখ্যা ৯.৬৬ শতাংশ বেড়েছে। কিন্তু ইন্ডিগো দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে পারেনি বলেই মনে করছে ডিজিসিএ। তাই উড়ান সংখ্যা কমাতে বলা হয়েছে। আগামী বুধবারের মধ্যে ইন্ডিগোকে সংশোধিত সময়সূচি জমা দিতে হবে।
লোকসভায় রাম মোহন নাইডু বলেন, ‘ইন্ডিগোকে যাত্রীদের টাকা দ্রুত ফেরাতে বলা হয়েছিল। ইতিমধ্যে যাত্রীদের ৭৫০ কোটি টাকার বেশি রিফান্ড পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, ‘রিফান্ড, লাগেজ উদ্ধার ও যাত্রী সহায়তা ব্যবস্থাগুলি মন্ত্রণালয়ের নজরদারিতে রয়েছে। ডিজিসিএ ইন্ডিগোর ঊর্ধ্বতন নেতৃত্বকে শো-কজ নোটিশ পাঠিয়েছে। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।’ পাশাপাশি তাঁর দাবি, দেশের সব বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক। কোনও ভিড় বা সমস্যার খবর মেলেনি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।