• ডিউটি শেষে দিতেই হবে ১৬ ঘণ্টার বিশ্রাম, দাবি লোকো পাইলটদের
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইন্ডিগোর মতো পরিস্থিতি তৈরি হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না। আমাদের দিকেও নজর দিন। দেশব্যাপী বিমান বিভ্রাটে যখন সাধারণ যাত্রীদের কার্যত নাভিশ্বাস উঠে গিয়েছে। তখন কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশে এমনই হুঁশিয়ারি দিলেন ট্রেনচালকরা। এই ইস্যুতে ইতিমধ্যেই দিল্লিতে আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, ডিউটি শেষে তাঁদের ১৬ ঘণ্টার বিশ্রাম দিতেই হবে। তবে এর সঙ্গে সাপ্তাহিক ছুটিকে কোনওমতেই এক করা যাবে না। আলাদা করে সাপ্তাহিক ছুটি দিতে হবে ট্রেনচালকদের। একইসঙ্গে আন্দোলনকারী লোকো পাইলটদের সংগঠন জানিয়েছে, পরপর দু’রাতের বেশি তাঁদের দিয়ে নাইট শিফট করানো চলবে না। প্রসঙ্গত, ট্রেনের যাত্রী সুরক্ষায় ট্রেনের লোকো পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশ আছে রেলের আইনে। যদিও চালকদের একটি বড় অংশের অভিযোগ, অধিকাংশ সময়ই তা মানা হয় না। পর্যাপ্ত বিশ্রাম না দিয়েই ট্রেন চালকদের ডিউটি দেওয়া হয়। এটি আদতে রেল যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তাকেই বিঘ্নিত করে। এপ্রসঙ্গেই ট্রেন চালকদের সর্বভারতীয় সংগঠন দাবি করেছে, অবিলম্বে রেলের শূন্যপদে লোক নিয়োগ করতে হবে। 
  • Link to this news (বর্তমান)