• প্রত্যর্পণ: মেহুলের আর্জি খারিজ কোর্টে
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় আর বিপাকে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। ভারতে প্রত্যর্পণ এড়াতে বেলজিয়ামের আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু, সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ মেহুলকে ভারতে ফেরাতে আর কোনও বাধা রইল না। আদালত জানিয়েছে, দাবি অনুযায়ী তথ্যপ্রমাণ হাজির করতে পারেননি মেহুল। তাই তাঁর আর্জি খারিজ করা হল। প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হচ্ছে।  আদালত সূত্রে খবর, প্রত্যর্পণের বিরুদ্ধে এর আগে অ্যাপিলেট কোর্টে গিয়েছিলেন মেহুল। তা খারিজ হতেই ৩০ অক্টোবর উচ্চতর আদালতের দ্বারস্থ হন তিনি। কিন্তু, তাতেও কোনও লাভ হল না।  
  • Link to this news (বর্তমান)