• মহদিপুরে ৫০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে রাস্তা, অবশেষে মিটল ১৫ বছরের দাবি
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • সন্দীপন দত্ত, মালদহ: পাকা রাস্তা নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দাদের আন্দোলন ফলপ্রসূ হয়নি। অবশেষে দীর্ঘ ১৫ বছরের দাবি পূরণ করলেন ‘ঘরের মেয়ে’। প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে মহদিপুর অঞ্চলে কয়েকটি রাস্তার কাজের সূচনা করলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। 

    তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের রাস্তা নির্মাণের দাবি ছিল। তাঁদের সমস্যা মেটাতে মহদিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হল। একই সঙ্গে একটি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। এর জন্য সবমিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হচ্ছে।  

    জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এদিন মহদিপুর গ্রাম পঞ্চায়েতের খিড়কি মৌজায় একটি পাকা রাস্তার কাজের সূচনা করেন সভাধিপতি। রাস্তাটি খিড়কি কবরস্থান চার মোহিনী থেকে মোড়ল পুকুর পর্যন্ত হবে। এর জন্য খরচ হবে ৯ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এই রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে খবর জেলা পরিষদ সূত্রে। 

    মহদিপুর অঞ্চলের নাজির খানি মৌজায় এদিন আরেকটি পাকা রাস্তার কাজের সূচনা করেন সভাধিপতি। এই রাস্তা নির্মাণের জন্য খরচ হচ্ছে ১৪ লক্ষ ৬৭ হাজার ৪৮৪ টাকা। যা পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৩-’২৪ অর্থবর্ষের বরাদ্দ থেকে খরচ করা হচ্ছে। এছাড়াও এদিন মহদিপুরে পাকা রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য কাজের সূচনা করা হয়। এর জন্য খরচ হচ্ছে ৯ লক্ষ ৮৯ হাজার টাকা। 

    ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মারুক সেখ বলেন, পাকা রাস্তা নির্মাণের জন্য মহদিপুর ও খিড়কি গ্রামের মানুষদের প্রায় ১৫ বছরের দাবি ছিল। এই রাস্তাগুলির জন্য আমাদের গ্রামের মানুষের ভোগান্তি হচ্ছিল। সভাধিপতির সহযোগিতায় এই রাস্তা মহদিপুরের মানুষকে উপহার দিতে পারছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)